নোয়ালতা | 20fours
logo
আপডেট : ৭ এপ্রিল, ২০১৯ ০৮:৩৮
নোয়ালতা
নোয়ালতা
Desk

নোয়ালতা

নোয়ালতা একটি ভেষজ উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Derris scan dens(Roxb.) Benth। নোয়ালতা Fabaceae পরিবারের Derris গণের একটি বৃহৎ, কাষ্ঠল লতা। নোয়ালতা গাছের কান্ড মসৃণ, বাকল রক্তবেগুনি কচি অংশ লোমশ। বীজের মাধ্যমে নোয়ালতার বংশ বিস্তার ঘটে। এই গাছে ফুল ও ফল হয় জুলাই থেকে ডিসেম্বর মাসে। নোয়ালতা গাছের ঔষধি গুণাগুণ রয়েছে। এই গাছ বাংলাদেশ সহ ভারত,  পাকিস্তান, মায়ানমার, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা,  এবং চীন।

উপকারিতাঃ

১। নোয়ালতা গাছের লতা থেঁতো করে হালকা গরম করে মালিশ করলে হাড়ের ব্যথা দ্রুত ভালো হয়।

২। নোয়ালতা গাছের লতা রস গরম করে চিনির সাথে মিশিয়ে খেলে পেশি গঠনে সহায়তা হয়।

৩। নোয়ালতা গাছের লতা গরম পানিতে ভিজিয়ে রেখে পরের দিন সকাল বিকেল সেবন করলে বমন রোগে উপকার পাওয়া যায়।

৪। আমাশয় হলে নোয়ালতা গাছের লতা সিদ্ধ করে ছাগলের দুধের সাথে খেলে আমাশয় দ্রুত ভালো হয়।

৫। পেট ফাঁপলে নোয়ালতা বেটে পানির সাথে মিশিয়ে খেলে পেট ফাঁপা ভালো হয়।