মুড়মুড়ি | 20fours
logo
আপডেট : ৭ এপ্রিল, ২০১৯ ০৮:৪৯
মুড়মুড়ি
মুড়মুড়ি
20Fours Desk

মুড়মুড়ি

মুড়মুড়ি বা হামজাম ছোট আকারের গুল্ম জাতীয় উদ্ভিদ। এটি পলিয়ালথিয়া গণের একটি সপুষ্পক উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Polyalthia suberosa। এই গাছের বাকল বেশ পুরু, ঝোপাল ডালপালা।  পাতা  অবডিম্বাকার।  পাতার অগ্রভাগ সূচাল নয় ভোতা। পাতার উপরের পিঠ খুব চকচকে,  নিচের পিঠ তত চকচকে নয়। মুড়মুড়ি ফল বেরি আকৃতির। মুড়মুড়ি ফল পাকে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে।  এই ফল কাঁচা ও পাকা দুভাবেই খাওয়া যায়। বীজ থেকে চারা হয়। মুড়মুড়ি গাছ বাংলাদেশ সহ ভারত, মায়ানমার
 ও শ্রীলংকায় জন্মে। মুড়মুড়ি গাছের ভেষজ গুণাগুণ রয়েছে।

উপকারিতাঃ

১। মুড়মুড়ি গাছের পাতার রস নিয়মিত খেলে মুখের ঘা ভালো হয়।

২। খুব বেশি আমাশয় হলে মুড়মুড়ি গাছের বাকল সিদ্ধ করে এই ক্বাথ ছাগলের দুধের সাথে সকাল বিকেল সেবন করলে উপকার পাওয়া যায়।

৩। ব্রণ ও মেচতা হলে মুড়মুড়ি গাছের পাতা বেটে লাগালে উপকার পাওয়া যায়।

৪। সব ভুলে যাচ্ছেন কোন কথা মনে থাকছে না তাহলে মুড়মুড়ি গাছের পাতার রস মধু ও দুধের সাথে মিশিয়ে সেবন করলে উপকার পাওয়া যায়।