অ্যালামন্ডা | 20fours
logo
আপডেট : ২১ মে, ২০১৯ ১২:১৬
অ্যালামন্ডা
অ্যালামন্ডা
Desk

অ্যালামন্ডা

অ্যালামন্ডা অলকানন্দা ('Golden Trumpet' বা 'Yellow Bell') একপ্রকার Allamanda গণভুক্ত ও 'Apocynaceae' পরিবারভুক্ত গাছের ফুল। এই গাছের বৈজ্ঞানিক নাম Allamanda cathartica। বড় আকারের হলুদ ফুলটি দেখতে খুবই সুন্দর। রৌদ্রকরোজ্জ্বল দিনে এটি সবচেয়ে ভালভাবে ফোটে। পানি জমে থাকেনা এমন মাটিতে এটি ভাল জন্মে। এটি অনেকটা লতা জাতীয় গাছ, তাই বেড়া বা লাঠিতে ভর দিয়ে এটি বেড়ে ওঠে। ছেটে দিলে এটি গুল্ম হিসেবেও বেড়ে উঠতে পারে। না ছাটলে এটি ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই গাছ বাংলাদেশের সর্বত্র জন্মায়। এই গাছের অনেক ঔষধি গুণাগুণ রয়েছে।

উপকারিতাঃ

১। ম্যালেরিয়া রোগের চিকিৎসায় অ্যালামন্ডা গাছের পাতা ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

২।  অ্যালামন্ডা গাছের মূল সেদ্ধ করে সকাল বিকেল সেবন করলে ঘাড়ের পেশি শক্ত হয়।

৩। অ্যালামন্ডা গাছের পাতা সিন্ধ করে খেলে শোথরোগ দ্রুত ভালো হয়।

৪। মূএগ্রন্থির প্রদাহ দেখা দিলে অ্যালামন্ডা গাছের মূল সিদ্ধ করে চিনির সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

৫। কলেরা রোগ হলে অ্যালামন্ডা পাতা ভেজানো পানি খেলে কলেরা রোগ দ্রুত ভালো হয়।