গোল পিপুল( Round Pipli) ঝোপাকার আরোহী লতা। এর বৈজ্ঞানিক নাম Piper peepuloides Roxb.। এটি piper গণের Piperaceae পরিবারের অন্তর্ভুক্ত। এর স্থানীয় নাম গোল পিপুল। এদের শাখাসমূহ স্ফীত পর্ববিশিষ্ট, কান্ড সরু দৃঢ়। পাতা সরল একান্তর মসৃণ। এই গাছের পএবৃন্ত ৩-১০ মিটার লম্বা। এদের পুষ্প ক্ষুদ্র, বেলনাকার স্পাইকে ঘনভাবে বিন্যস্ত, মঞ্জুরীপএ বর্তুলাকার, ছএাকার। এই গাছ বনের মধ্যে ছায়াযুক্ত জায়গায় জন্মায়। ফুল ও ফল ধারণ ঘটে জুলাই - ডিসেম্বর মাসে। গোল পিপুল বাংলাদেশ সহ ভারত, নেপাল, ভুটান, লাওস, ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম ও মায়ানমারে জন্মে। এই গাছ ভেষজ ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।
উপকারিতাঃ
১। গোল পিপুলের শিকড়ের গুড়ো বাসক পাতার রসের সাথে মিশিয়ে খেলে বার্ধক্যজনিত সমস্যা ভালো হয়।
২। পিপুলের গুড়ো পানির সাথে মিশিয়ে সকাল বিকেল খেলে কৃমি ভালো হয়।
৩। পিপুলের গুড়ো পানির সাথে মিশিয়ে হালকা গরম করে খেলে কোষ্ঠকাঠিন্য ভালো হয়।
৪। গোল পিপুলের শিকড় গুড়া করে হালকা গরম করে খেলে অরুচি ভাব কেটে যায়।
৫। গোল পিপুলের শিকড় ব্যবহার করলে কুষ্ঠরোগ রোগ দ্রুত সেরে যায়।