
দেতরা (Bitter Sponge Grourd, Bitter luffa) একটি বর্ষজীবী বিশাল আরোহী বিরুৎ। এর বৈজ্ঞানিক নাম Luffa echinata Roxb.। এটি Cucurbitaceae পরিবারের অন্তর্ভুক্ত। এই গাছের কান্ড প্রসারিত, খাঁজযুক্ত, রোমশ বিহীন, মসৃণ। আকর্ষ রোমশ বা রোমশ বিহীন, দ্বিখণ্ডিত। পএ বৃক্কাকার- অর্ধগোলাকার। এই গাছের ফুল সাদা। দেতরা গাছে ফুল ও ফল ধারণ ঘটে আগস্ট ও জানুয়ারি মাসে। এই গাছ অরণ্যে জন্মে এবং বীজের মাধ্যমে বংশবিস্তার ঘটে। এই গাছের ফল ও মূল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। দেতরা গাছ বাংলাদেশ সহ ভারত ও পাকিস্তানে জন্মে।
উপকারিতাঃ
১। দেতরা গাছের মূল সেদ্ধ করে সকাল বিকেল সেবন করলে ঘাড়ের পেশি শক্ত হয়।
২। দেতরা গাছের ফল খেলে শোথরোগ দ্রুত ভালো হয়।
৩। মূএগ্রন্থির প্রদাহ দেখা দিলে দেতরা গাছের ফল খেলে উপকার পাওয়া যায়।
৪। কলেরা রোগ হলে ফলের দানা ভেজানো পানি খেলে কলেরা রোগ দ্রুত ভালো হয়।
৫। পুরাতন শ্বাসনালীর প্রদাহ হলে দেতরা গাছের ফল খেলে উপকার পাওয়া যায়।