কুঞ্জলতা | 20fours
logo
আপডেট : ১৬ জুন, ২০১৯ ১৫:১১
কুঞ্জলতা
কুঞ্জলতা
Desk

কুঞ্জলতা

কুঞ্জলতা (cypress vine, cypressvine morning glory) একবর্ষজীবি লতা। এর বৈজ্ঞানিক নাম Ipomoea quamoclit বা Quamoclit pinnataযা Convolvulaceae পরিবারের সদস্য।

এর আরো কিছু নাম আছে। কামলতা, তারালতা, গেট ফুল, সূর্যকান্তি ফুল ইত্যাদী।

এই গাছ ১-৩ মিটার লম্বা হয়। এর পাতা ২-৯ সেমি লম্বা, গভীরভাবে খন্ডিত, পাতার প্রত্যেক পাশে ৯-১৯টি করে খন্ড থাকে। এর ফুল ৩-৪ সেমি লম্বা এবং ২ সেমি ব্যাসবিশিষ্ট, মাইক আকৃতির, পাপড়িতে ৫টি সূচালো অগ্রভাগ থাকে। এটি লাল, গোলাপি বা সাদা হতে পারে। এর ফুল হয় গ্রীষ্মকালে। ফুল ঝরে গিয়ে ছোট ফল হয়, যাতে কালো বীজ থাকে। বীজ থেকে এর বংশ বিস্তার  হয়। বাংলাদেশ ও ভারতের সর্বত্র পাওয়া যায়। কুঞ্জলতা ঔষধি গুণাগুণ ও রয়েছে।

উপকারিতাঃ

১। যাদের রাতে ভাল ঘুম হয়না তারা কুঞ্জলতা গাছের শুকনো ডাল ও পাতার গুঁড়ো ঘিয়ের সাথে মিশিয়ে সমপরিমাণ মধু বা চিনি মিশিয়ে সেটি শোয়ার আগে খেলে অনিদ্রা কেটে যায়।

২।  কেথাও কেঁটে গিয়ে বা আঘাত লেগে শরীরে যদি বিষাক্ত ঘা হয়ে যায় তবে কুঞ্জলতার কচি ডাল পাতা বেঁটে তার রস দিয়ে ঘা ভালবাবে ধুয়ে দিলে উপকার পাওয়া যায়।

৩। কুঞ্জলতার শুকনো গাছের গুঁড়ো ঘায়ের উপর ছড়িয়ে দিলে উপকার পাওয়া যায়।

৪। পিঠে ফোঁড়া হলে কুঞ্জলতার পাতা বেটে প্রলেপ দিলে ফোঁড়া পেকে ফেটে যায়।

৫।  অর্শ রোগ কমাতে কুঞ্জলতা গাছের পাতা বেঁটে ঘিয়ের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

তবে উচ্চ রক্ত চাপের রোগীর অর্শ রোগ সারাতে ঘি ছাড়াই খাবেন।