ঝুনঝুনি | 20fours
logo
আপডেট : ১৬ জুন, ২০১৯ ১৫:১৮
ঝুনঝুনি
ঝুনঝুনি
Desk

ঝুনঝুনি

ঝুনঝুনি ( Large Yellow Rattlebox) বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Crotalaria retusa। সুন্দর উজ্জ্বল হলুদ রঙের ঝুনঝুনি ফুল দেখতে অনেকটা অপরাজিতা বা বক ফুলের মত। একে অতসীও বলা হয়।

এই গাছের কান্ড সাধারণত ১-১.৫ মিটার উঁচু সোজা, সবুজ, অমসৃণ এবং অল্প রোম যুক্ত। ৩-৯ সেমি লম্বা ও ১-৪ সেমি চওড়া পাতাগুলি সবুজ, অখণ্ড এবং ডিম্বাকার। পাতার উপরিতল মসৃণ এবং নিম্নতল অমসৃণ। ফল ৩-৪ সেমি লম্বা আয়তাকার এবং মসৃণ। শুঁটির মত ফলগুলো কচি অবস্থায় সবুজ এবং যত পরিনত হতে থাকে তত রঙ ক্রমশ বাদামী থেকে কালোতে রূপান্তরিত হয়। একেকটি শুটির ভিতর ১৫-২০ টি করে বাদামী কালো বীজ থাকে। ঝুনঝুনি গাছ বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়। ঝুনঝুনি গাছের ভেষজ গুণাগুণ রয়েছে।

উপকারিতাঃ

১। ঝুনঝুনি গাছের মূল বেটে লাগালে চর্মরোগ ভালো হয়।

২। শরীরের যেকোন স্থান কেটে গেলে ঝুনঝুনি গাছের মূল বেটে লাগালে রক্তঝরা বন্ধ হয়ে যায়।

৩। ঝুনঝুনি গাছের পাতা সিদ্ধ করে এই ক্বাথ সকাল বিকেল সেবন করলে জ্বর ভালো হয়।

৪। ঝুনঝুনি গাছের পাতা সিদ্ধ করে এই ক্বাথ খেলে ফুসফুস জনিত সমস্যায় উপকার পাওয়া যায়।

৫। ঠান্ডা জনিত সমস্যায় ঝুনঝুনি ফুল খেলে উপকার পাওয়া যায়।

৬। ঝুনঝুনি গাছের বীজ বেটে লাগালে পোকামাকড়ের কামড়ের ব্যথা ভালো হয়।