ঢোল কলমি | 20fours
logo
আপডেট : ১৬ জুন, ২০১৯ ১৫:২৫
ঢোল কলমি
ঢোল কলমি
Desk

ঢোল কলমি

ঢোল কলমি (Pink morning glory) গুল্মজাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Ipomoea carnea। এটি কনভলভালাসি পরিবারের এক প্রজাতির গুল্ম।  পাতা হৃৎপিণ্ডাকার, সবুজ, ৬-৮ ইঞ্চি লম্বা। একটি মঞ্জরিতে ৪-৮টি ফুল থাকে। ঢোলকলমি ফুল সারা বছরই ফোটে। তবে বর্ষার শেষ ভাগ থেকে শরৎ-শীতে প্রস্ফুটনের জোয়ার থাকে বেশি। ফানেলাকার আকৃতির ফুল। পাঁচটি হালকা বেগুনি বা হালকা গোলাপি পাপড়ি। ফুলে মধুর জন্য কালো ভোমরা আসে। ঢোল কলমি বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়।  ঢোল কলমির ভেষজ গুণাগুণ রয়েছে।

উপকারিতাঃ

১। ঢোল কলমির পাতা পিষে এই ক্বাথ হালকা গরম করে চাল ধোঁয়া পানির সাথে মিশিয়ে খেলে রক্তার্শ্বে উপকার পাওয়া যায়।

২। ঢোলপাতার মূল পানির সাথে বেটে খেলে বিসূচিকায় ভালো ফল পাওয়া যায়।

৩। ফোঁড়া হলে ফোঁড়ার ভিতর থেকে সব পুঁজ বের করার জন্য ঢোল কলমির পাতা আতপ চালের সাথে বেটে ফোঁড়ার মুখ বাদ দিয়ে চারপাশে লাগালে ফোঁড়া দ্রুত ফেটে সব পুঁজ বেরিয়ে আসবে।

৪। ঢোল কলমির পাতা পুড়িয়ে সেটি তিলের তেলের সাথে মিশিয়ে দাদে প্রলেপ দিলে দাদ ভালো হয়।

৫। কুকুর কামড়ালে ঢোল কলমির পাতা বেটে কামড়ানোর জায়গায় প্রলেপ দিলে কুকুরের বিষ নাশ হয়।