সাদা দাঁত সবার পছন্দ কিন্তু বর্তমান সময়ে দাঁতের হলদে ভাব চোখে পড়ার মত। দাঁত অনেক কারণেই হলদে হতে পারে| অতিরিক্ত মাত্রায় চা–কফি পান করলে, অতিরিক্ত মাত্রায় ধূমপান করলে অনেক সময় দাঁত হলুদ হয়ে যায়| ঠিক মত দাঁত না মাজলে বা ওরাল হেলথ দুর্বল হলে বা অতিরিক্ত মেডিকেশনে থাকলে দাঁত হলুদ হয়ে যেতে পারে। চিন্তা নেই আজকের লেখায় সহজ উপকরণের ব্যবহার যার মাধ্যমে এক সপ্তাহে আপনার হলদে দাঁত সাদা দাঁতে রূপান্তর হবে।
চলুন তাহলে জেনে নেওয়া যাক লেবুর ব্যবহার ১ সপ্তাহে সাদা দাঁত পাওয়ার কৌশলঃ
উপকরণঃ
(১) ৪-৫ ফোঁটা লেবুর রস,
(২) ১/২ চামচ লবণ।
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) ৪-৫ ফোঁটা লেবুর রস ১/২ চামচ লবনের সাথে মিশিয়ে ভালো করে দাঁত মাজুন।
(২) যেখানে হলুদ হয়ে গিয়েছে সেখানে ভালো করে ওপর থেকে নিচের দিকে ঘষে মাজুন, ৩-৪ মিনিট পর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন
এই পদ্ধতিতে কিন্তু এক সপ্তাহের মধ্যেই দাঁত সাদা হয়ে যাবে। মনে রাখবেন দাঁতের হলদে হয়ে যাওয়া কিন্তু কোনো রকম শারীরিক দুর্বলতারও চিহ্ন হতে পারে। তাই এই নিয়ে কিন্তু কোনরকম গাফিলতি করবেন না চিকিৎসকের পরামর্শ নিবেন।