টমেটো রূপচর্চার জন্য বেশ কার্যকরী একটি সবজি। তাছাড়া সারাবছরের সবজি হিসেবে সব সময়ই দেখতে পাওয়া যায় টমেটোকে। পাকা টমেটো অনেকেই বেশ পছন্দ করে খেয়ে থাকেন। টমেটোর সবচাইতে ভালো উপকারিতা পাওয়া যায় যদি টমেটো কাঁচা খাওয়া যায়। প্রতিদিন অন্তত ১ টি কাঁচা টমেটো আপনাকে অনেক শারীরিক সমস্যা থেকে রেহাই দেবে। তবে আজকের লেখাতে থাকছে স্বাস্থ্য নয় আপনার ত্বকের স্বাভাবিক উজ্জলতা বজায় রাখতে টমেটোর তৈরি একটি প্যাকের কথা।
আসুন তাহলে এবার জেনে নেই ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায়ে টমেটর প্যাকটি তৈরি করার পদ্ধতিঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। টমেটো
২। কাঁচা দুধ
প্রস্তুত ও ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে একটি পাত্রে পরিমাণমত দুধ নিন এবার এই দুধের সাথে টমেটো পিউরি মিশিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে ফেলুন৷
২। রাতের বেলা ঘুমানোর আগে এই পেস্টটি ভালো করে আলতো হাতে মুখের ত্বকে লাগিয়ে নিন এবং এভাবেই ঘুমিয়ে পড়ুন।
৩।সকালে ঠাণ্ডা পানি দ্বারা মুখের ত্বক ধুয়ে নিন।
ব্যস নিয়মিত এই প্যাক ব্যবহারে আপনার ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় থাকবে।