আকরকাঁটা | 20fours
logo
আপডেট : ২০ জুন, ২০১৯ ০৯:৩১
আকরকাঁটা
আকরকাঁটা
Desk

আকরকাঁটা

আকরকাঁটা যা আঙ্কুরা নামেও পরিচিত, একধরনের স্বল্পকালীন ফুলের উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Alangium salvifolium। এই গাছের বৈশিষ্ট্য হচ্ছে স্বভাবে এরা কষ্টসহিষ্ণু এবং যেখানে-সেখানে জন্মাতে পারে। এদের ফলের আকার পেয়ারার মতো, কিন্তু ছোট এটি নরম সুস্বাদু শাঁসযুক্ত হলেও অপ্রীতিকর উগ্র গন্ধযুক্ত। আকরকাঁটার অধিকাংশ গাছই ছোটোখাটো ও এলোমেলো শাখা-প্রশাখায় ঝোপঝাড়েরই সমতুল্য। তবে কোনো কোনোটি আবার মাঝারি উচ্চতারও হতে পারে। এটি পত্রমোচী গাছ। কাণ্ড ম্লান-ধূসর, বাকল আঁশযুক্ত, স্থূল এবং শাখা-প্রশাখা পত্রাচ্ছন্ন। এর পাতার বোটা খাটো, লম্বা-ডিম্বাকার, ঘন সবুজ। এই গাছ ছায়া-সুনিবিড়, তাই পথতরু হিসেবেও আদর্শ শ্রেণীর। শীতে সব পাতা ঝরে পড়ে। বসন্তের শুরুতেই নিষ্পত্র ডালপালায় পুষ্প-প্লাবন নামে। অসংখ্য সরু পাপড়িতে ফুলের গড়ন নান্দনিক। আকরকাঁটা গাছ বাংলাদেশ সহ ভারত, আফ্রিকা, মালয় ও চীনদেশে পাওয়া যায়। এই গাছের ঔষধি গুণাগুণ রয়েছে।

উপকারিতাঃ

১। আকরকাঁটা গাছের শিকড় সিদ্ধ করে হালকা গরম গরম করে খেলে কৃমি দ্রুত ভালো হয়।

২। আকরকাঁটা গাছের শিকড় থেঁতো করে এই রস গায়ে লাগালে চর্মরোগ ভালো হয়।

৩। আকরকাঁটা গাছের ফল খেলে জ্বর ও রক্তদোষে উপকার পাওয়া যায়।

৪। আকরকাঁটা পাতার নির্যাস ব্যবহার করলে বাতের ব্যথা ভালো হয়।

৫। আকরকাঁটা বীজ থেঁতো করে লাগালে বিষফোঁড়ায় উপকার পাওয়া যায়।