কাঁটা বাঁশ( Giant thorny bambo) একটি বৃহৎ ঘাস জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Bambusa bambos। ঘন গুচ্ছাকার যুক্তাক্ষ বাঁশ। তরুণ বিটপ গাঢ় বেগুনি লাল, স্বল্প সংখ্যক সাদা রেখা যুক্ত, রোমশ বিহীন, ফলক ছাড়া, শীর্ষ ভোঁতা। কান্ড ফ্যাকাশে বা গাঢ় সবুজ ১০-৩০ মিটার উঁচু, ব্যাস ২.৫- ৯.০ সেমি.। এপ্রিল থেকে মার্চ মাসে ফুল ও ফল হয়। কাঁটা বাঁশ বাংলাদেশ সহ উষ্ণমন্ডলীয় দেশগুলোতে চাষ করা হয়ে থাকে। কাঁটা বাঁশের ঔষধি গুণাগুণ রয়েছে।
উপকারিতাঃ
১। কাঁটা বাঁশের কচি পাতা বেটে গরম করে প্রলেপ দিলে গেটেবাতের ব্যথা ও ফোলা কমে যায়।
২। কাঁটা বাঁশের পাতা সিদ্ধ করে এই ক্বাথ খাওয়ালে অর্শ রোগ ভালো হয়।
৩। কাঁটা বাঁশের কচি পাতা বেটে গরম করে প্রলেপ দিলে ফোঁড়া পেকে ফেটে যায় এবং ক্ষত দ্রুত ভালো হয়।
৪। ইউনানি গ্রন্থে লেখা আছে কাঁটা বাঁশের পাতার রস মধুর সাথে মিশিয়ে খেলে কাশি দ্রুত ভালো হয়।
৫। কাঁটা বাঁশের গোড়া পুড়িয়ে ছাই করে চামেলী বা তিল তৈলের সাথে মিশিয়ে টাকে ব্যবহার করা হয়। এবং এই কয়লা দিয়ে দাঁত মাজলে মাড়ি ভালো থাকে ও দাঁত চকচকে হয়।
৬। কাঁটা বাঁশের নীলর ধোঁয়া খেলে হাঁপানি কমে যায়।