কন্টকারি ( Surattense nightshade) এটি কান্ড ও পাতাসহ গুল্ম জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম (Solanum virginianum L.)। লতানো গাছের মতো মাটিতে ছড়িয়ে থাকে। গাছের ডাঁটা ৪ ফুট পর্যন্ত লম্বা হয়, ও উজ্জ্বল সবুজ বর্ণের। পাতা ৪-৫ ইঞ্চি লম্বা। সারা গাছে ধারালো কাঁটা খাড়াভাবে থাকে এবং আধা ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। পুষ্পদন্ড শাখা প্রশাখা বিশিষ্ট। ফুলের রঙ নীল হয়। ফলের রঙ পাকলে হয় হলুদ। এদের বীজ বিষাক্ত। কন্টকারি গাছ বাংলাদেশ সহ ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, থ্যাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইরান, চীন এবং মালয়েশিয়ায় পাওয়া যায়। এই গাছের ভেষজ গুণাগুণ রয়েছে।
উপকারিতাঃ
১। কন্টকারি ফলের বীজ বেটে প্রলেপ দিলে তাড়াতাড়ি ফোঁড়া ফাটে ও পুঁজ- রক্ত বেরিয়ে যায়।
২। কন্টকারির মূলের রস বেটে খেলে বুকে জমে শ্লেষ্মা কাশির সাথে উঠে আসে। কাশি কমে বুকের বেদনায় উপকার পাওয়া যায়।
৩। কন্টকারির কচি ডাল বেটে খেলে বায়ু নিম্নগামী হয়ে মলদ্বার দিয়ে বাইরে বেরিয়ে আসে।
৪। আঘাত লেগে ফুলে যাওয়া স্হানে কন্টকারি গাছের পাতাকে কয়েকটি গোলমরিচের সাথে পিষে আঘাতের স্হানে প্রলেপ দিলে ব্যথা কমে যায়।
৫। কন্টকারি গাছের পাতাকে কয়েকটি গোলমরিচের সাথে পিষে আঘাতের স্হানে প্রলেপ দিলে বাতের ব্যথা কমে যায়।