রানী ফুল | 20fours
logo
আপডেট : ২৯ জুন, ২০১৯ ১৪:৩৬
রানী ফুল
রানী ফুল
Desk

রানী ফুল

রানী ফুল (Mexican false heather/false heather/Hawaiian heather/ elfin herb) ছোট ঝোপ আকৃতির গাছ। বৈজ্ঞানিক নাম Cuphea hyssopifolia। গাছের উচ্চতা দেড় থেকে তিন ফুট।   বাংলাদেশের পার্বত্য এলাকা ও বাগের হাটে দেখা যায়। পাতাগুলো ক্ষুদ্রাকার ও সবুজ। ডাল গাছের দু'দিকে সমান্তরালে ছড়িয়ে থাকে। ফুলগুলো ছোট ও বেগুনী রঙের। এছাড়া সাদা রঙ ও আরও কয়েকটি রঙের আছে। এই ফুল বার মাস ফোটে। বাগানের বেড়া হিসেবে ব্যবহার করা যেতে পারে। রানীফুল গাছের ঔষধি গুণাগুণ রয়েছে।

উপকারিতাঃ

১। রানীফুলের রস টনিকে (বলবর্ধক) ব্যবহার করা হয়ে থাকে।

২। রানীফুলের পাতা ও গাছের রস খেলে চর্মরোগ ভালো হয়।

৩। শরীরের কোন স্থানে পোকামাকড় কামড় দিয়ে ক্ষত হলে রানীফুলের পাতা পিষে লাগালে উপকার পাওয়া যায়।

৪। রানীফুলের রস খেলে শরীরের জ্বালাপোড়া কমে যায়।