করচ | 20fours
logo
আপডেট : ২৯ জুন, ২০১৯ ১৭:২৩
করচ
করচ
Desk

করচ

করচ (Milletia pinnata) মাঝারি আকারের, বহুবর্ষজীবী, দ্রুত-বর্ধনশীল, ঘন ডালপালা সমৃদ্ধ চিরসবুজ উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Pongammia pinnata। এটি Liguminosaeগোত্রের অন্তর্ভুক্ত। দেখতে অনেকটা বট গাছের মতো। করচ গাছ ১০-১২ মিটার উঁচু, ছড়ানো-মাথা, পত্রমোচী গাছ। যৌগপত্র পক্ষল, পত্রিকা ৫-৭টি, গাড় সবুজ। গ্রীষ্মে ছোট ছোট থোকায় লালচে বা হালকা বেগুনি ফুল ফোটে। বীজ ১-৩টি। মূলত বীজ থেকে উৎপন্ন হয় অভোজ্য‌ তেল। করচ গাছ বাংলাদেশ সহ ভারত  মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, দক্ষিণ চীন, ফিজি, অস্টেলিয়া ও থাইল্যান্ডে জন্মে। করচ গাছের ভেষজ গুণাগুণ রয়েছে।

উপকারিতাঃ

১। করচ গাছের তেল হালকা গরম করে মালিশ করলে বাতের ব্যথায় উপকার পাওয়া যায়।

২। শরীরে চর্মরোগ দেখা দিলে ক্ষত স্হানে করচ গাছের তেল লাগালে চর্মরোগ দ্রুত ভালো হয়।

৩। করচ গাছের মূল সিদ্ধ করে এই ক্বাথ সকাল বিকেল খেলে শ্বাসকষ্ট কমে যায়।

৪। করচ গাছের পাতা বেটে লাগালে ব্রণ দ্রুত ভালো হয়।