শিয়ালমুতি/আসামলতা | 20fours
logo
আপডেট : ১৭ জুলাই, ২০১৯ ১৭:১২
শিয়ালমুতি/আসামলতা
শিয়ালমুতি/আসামলতা
Desk

শিয়ালমুতি/আসামলতা

শিয়ালমুতি/আসামলতা মাঝারি ধরনের শাখা প্রশাখা যুক্ত ঝোপাকৃতির গাছ।এর বৈজ্ঞানিক নাম  Eupatorium odoratum। এই গাছ ২-৩ মিটার উঁচু। পাতা সবুজ রঙের। ছোট আকৃতির সাদা সবুজ মেশানো ফুল। বীজ থেকে চারা হয়। জানুয়ারী ফেব্রুয়ারীতে বেশী ফোটে।
শিয়ালমুতি গাছ বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়। এই গাছের ভেষজ গুণাগুণ রয়েছে।

উপকারিতাঃ

 ১। শিয়ালমুতি গাছের পাতার রস হালকা গরম করে খেলে কফ জনিত সমস্যা ভালো হয়।

২। শিয়ালমুতি গাছের পাতার রস হালকা গরম করে খেলে  জ্বর ভালো হয়।

৩। শিয়ালমুতি গাছের পাতার রস লাগালে  হাম দ্রুত সেরে যায়।

৪। শিয়ালমুতি গাছের পাতার রস হালকা গরম করে খেলে ডায়াবেটিস রোগে ব্যবহার হয়।