রোজমেরি (rosemary) হচ্ছে একটি কাষ্ঠল, ঘ্রাণযুক্ত গুল্ম জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম Rosmarinus officinalis। এটি Lamiaceae পরিবারের এটি সদস্য।
রোজমেরির পাতায় ভীষণ সুঘ্রাণ থাকে, অনেকে মাংস রান্নায় দিয়ে থাকেন। এর পাতা দিয়ে শ্যাম্পু তৈরি করা যায় যা চুলের জন্যে খুব উপকারি। অনেকে এর পাতা দিয়ে চা খেয়ে থাকেন, যা বেশ সুস্বাদু। রোজমেরি গাছ বাংলাদেশেও পাওয়া যায়। এই গাছের ভেষজ গুণাগুণ ও রয়েছে।
উপকারিতাঃ
১। স্মরণশক্তি বাড়াতে রোজমেরি খুবই উপকারী।
২। রোজমেরি পাতার রস খেলে শরীরের জ্বালা পোড়া কমে যায়।
৩। রোজমেরিতে রয়েছে এন্টি ফাঙ্গাল যা পায়ের নখের ফাঙ্গাস দূর করতে সাহায্য করে।
৪। শরীরের কোন স্থান কেটে গেলে রোজমেরি পাতা থেঁতা করে লাগালে রক্ত পড়া বন্ধ হয়ে যায়।
৫। রোজমেরির তেল দিয়ে মালিশ করলে বাতের ব্যথায় উপকার পাওয়া যায়।
৬। রোজমেরির অরগ্যানিক তেল লাগালে চুলের অধিকাংশ সমস্যা চলে যায়, চুল পড়া বন্ধ হয়, চুলের ঔজ্জ্বল্য বাড়ে।