বয়স বিশ বা তিরিশের কোঠা পেরোতে না পেরোতেই মাথার চুল পাকতে শুরু করে। কাঁচা-পাকা চুল নিয়ে বয়সের তুলনায় ভারিক্কি একটা ভাব নিয়ে ঘুরে বেড়ালেও নারীরা যেন এ নিয়ে একটু বেশিই বিপদে পড়ে। আবার বয়সের সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় ঝলমলে কালো চুলগুলো যখন সাদা হতে শুরু করে, এটা মেনে নিতে বেশ কষ্ট হয়। সাদা চুল প্রাকৃতিক উপায়ে ঘরেই কালো করতে পারেন। শিরোনাম দেখে এতক্ষণে বুঝেই গিয়েছেন আজকের লেখা সাজানো হয়েছে আপনাদের জন্য পাকা চুল কালো করতে তিলের তেলের ব্যবহার পদ্ধতি দিয়ে।
চলুন তাহলে দেরি না করে জেনে নেওয়া যাক পাকা চুল কালো করতে তিলের তেলের ব্যবহার পদ্ধতিঃ
উপকরণঃ
(১) তিলের তেল
(২) বাদামের তেল
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) প্রয়োজনমত বাদামের তেলে কিছু তিলের বীজ দিয়ে পাঁচ-সাত মিনিট ধরে গরম করুন।
(২) ঠাণ্ডা হয়ে যাওয়ার পরে চুলের গোড়ায় ঘষে ঘষে সারা মাথায় মাখুন।
(৩) ঘণ্টা খানেক রেখে ধুয়ে ফেলুন। রাতভর মেখে রেখে পরদিনও ধুতে পারেন।
তিলের তেল এবং বাদামের তেল চুল পাকা কমাতে কার্যকর। দু’রকমের তেলের মিশ্রণ চুল পাকা রোধ করে।