মেছতার দাগ দূর করতে সাদা জিরাগুঁড়া | 20fours
logo
আপডেট : ৫ আগস্ট, ২০১৯ ০৯:৩১
মেছতার দাগ
মেছতার দাগ দূর করতে সাদা জিরাগুঁড়া
Desk

মেছতার দাগ দূর করতে সাদা জিরাগুঁড়া

সুন্দর মুখ মানেই দাগহীন কোমল মসৃণ ত্বক। সেই মুখশ্রীতে অনেক সময় আমাদের কিছু ভুলের কারণে বা নানাবিধ কারণে সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত দাগ। এই দাগ সৌন্দর্যহানি ও বিব্রতকর। এমনই একটি সাধারণ দাগ হলো মেছতা। মেছতাকে মেলাজমা, ক্লোয়াজমা ফেসি বলা হয়। মেছতা একটি দীর্ঘস্থায়ী সমস্যা। এটি সময়ের সঙ্গে বৃদ্ধি পায়। সাধারণত বাদামি বর্ণের হলেও ত্বকের গভীরতা, ত্বকের ধরন অনুযায়ী রঙের হালকা তারতম্য হতে পারে।মেছতা প্রতিকারে আমরা বাজারের নানান-রকম পণ্য ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় সেসব পণ্য ব্যবহারের ফলে ত্বকে দেখা দেয় নানান সমস্যা। আপনি চাইলে ঘরোয়া উপায়ে দূর করতে পারেন এই সমস্যা, তাইতো আজকের লেখায় থাকছে আপনার জন্য মেছতার দাগ দূর করতে  সাদা জিরাগুঁড়ার তৈরি প্যাক।

চলুন তাহলে জেনে নেওয়া যাক মেছতার দাগ দূর করতে  সাদা জিরাগুঁড়ার প্যাক তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ
(১) সাদা জিরাগুঁড়া(মুদি দোকান/ ঝোলার দোকানে পাবেন)।
(২) হলুদ,
(৩) সরিষা গুঁড়া,
(৪) আটা।

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) একটি বাটিতে ১ চামচ জিরাগুঁড়া, ১চামচ হলুদ, ১চামচ সরিষাগুঁড়া, ১ চামচ আটা ভালো করে মেশান।
(২) তৈরিকৃত এই প্যাকটি এবার মুখে বা দাগে লাগিয়ে রাখুন ২০ মিনিট।
(৩) শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

ভালো ফলাফলের জন্য সপ্তাহে ২ বার করে ব্যবহার করুন একমাস, দেখবেন আপনার মেছতার দ্দাগ দূর হয়ে যাবে অনায়াসেই।