চোখের নীচে কালচে ছাপ বা ডার্ক সার্কেল আপনার সৌন্দর্যের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। মেকআপ দিয়ে ডার্ক সার্কেল ঢাকা যায় ঠিকই, তবে মেকআপ তো কখনও সমস্যার সমাধান হতে পারে না। চোখের নীচে ডার্ক সার্কেল তৈরি হলে চেহারাও খুব রুগ্ন দেখায়। অপর্যাপ্ত ঘুম বা অসময়ে ঘুমের অভ্যাস, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস বা অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে শরীর যে অসুস্থ হয়ে পড়বে তা শুধু নয়, অনিয়মের ছাপ পড়বে চেহারায়, চোখে-মুখেও। তবে চোখের নীচের এই কালোদাগ বা ডার্ক সার্কেল সহজেই দূর করা সম্ভব। আজকের লেখায় থাকছে ঘরোয়া কয়েকটি উপায়ে ডার্ক সার্কেল দূর করার কৌশল।
চলুন তাহলে জেনে নেওয়া যাক ঘরোয়া কয়েকটি উপায়ে ডার্ক সার্কেল দূর করার কৌশলঃ
১। আলুর পেস্ট করে তা থেকে আলুর রস বের করে নিন। এবার তা তুলো দিয়ে ডার্ক সার্কেলে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। কাজ হবে ১০০ %। তবে নিয়মিত করতে হবে।
২। হাফ কলার সাথে এক চা চামচ বেসন ও ১ চা চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি ভালো করে ডার্ক সার্কেলে লাগিয়ে ৫ মিনিট ম্যাসাজ করুন। তারপর মিশ্রণটি শুকনোর জন্য অপেক্ষা করুন। সপ্তাহে রোজ করুন একবার করে। ডার্ক সার্কেলকে টাটা বলবেন কিছুদিন পর ।
৩। পাকা পেঁপে ভালো করে পেস্ট করে চোখের কালো দাগ বা ডার্ক সার্কেলে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। ১ মাস নিয়মিত করুন রোজ একবার করে। দেখবেন চোখের কালো দাগ ভ্যানিশ।
৪। শসা ও আলুর রস মিক্স করে ডার্ক সার্কেলের এরিয়াতে লাগিয়ে রাখুন ৩০ মিনিট। রোজ একবার করে করুন ডার্ক সার্কেল থাকবে না।
এছাড়াও রোজ রাতে ঘুমানোর আগে একটি তুলোতে অল্প দই ও গোলাপজল মিশিয়ে চোখের নীচে লাগিয়ে ঘুমিয়ে যান। সকালে উঠে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন। একমাস রোজ নিয়ম করে করুন। একমাস পর অবশ্যই রেজাল্ট নিজেই দেখতে পাবেন। ডার্ক সার্কেল থাকবে না।