গ্যাস্ট্রিক সমস্যায় চাল কুমড়ার গুণ | 20fours
logo
আপডেট : ১ অক্টোবর, ২০১৯ ১০:৩৫
গ্যাস্ট্রিক সমস্যায় চাল কুমড়া
গ্যাস্ট্রিক সমস্যায় চাল কুমড়ার গুণ
Desk

গ্যাস্ট্রিক সমস্যায় চাল কুমড়ার গুণ

গ্যাস্ট্রিক এখন ঘরোয়া রোগ হয়ে দাঁড়িয়েছে। ছোট-বড় সবাই এখন এই সমস্যার ভুগছেন। বাইরের ভাজাপোড়া, ফাস্টফুড, দাওয়াত, পার্টিতে মসলাযুক্ত অতিরিক্ত খাবার খাওয়া, খালি পেটে থাকার কারণে বেশির ভাগ সময় গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।তবে আপনি চাইলে ঘরোয়া খাবার খেয়ে সমাধান করতে পারেন গ্যাস্ট্রিকের। শিরোনাম দেখে বুঝি গেছেন গ্যাস্ট্রিক সমস্যায় চাল কুমড়ার গুণের কথা থাকছে আজকের লেখায়। এই কুমড়া সাধারণত ঘরের চালে হয় বলে একে বলে চাল কুমড়া।
চাল কুমড়ায় অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান রয়েছে। যা পেট এবং অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করে। এই সবজি ইনফেকশন বা আলসার রোগের বিরুদ্ধে লড়াই করে ও এসিডিটি দূর করে। গ্যাস্ট্রিকের সমস্যায় খেতে পারেন চাল কুমড়া।

এছাড়াও চাল কুমড়া খাওয়ার আরও কিছু উপকারিতা রয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাকঃ
১। এটি মস্তিষ্কের নার্ভ ঠাণ্ডা রাখে। এছাড়া চাল কুমড়ার রস যক্ষা রোগ প্রতিরোধ করে ও রক্তপাত বন্ধ করতে সাহায্য করে।
২। শরীরের অতিরিক্ত ওজন ও চর্বি কমাতে খুব ভালো কাজ করে। অতিরিক্ত ক্যালরি যুক্ত খাবারের বিকল্প হিসেবেও এই সবজি খেতে পারেন।
৩। চাল কুমড়ার বীজ গ্যাস্ট্রিক রোগ ভালো করে।এছাড়া কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা এবং প্রস্রাবের সমস্যা কমাতে চাল কুমড়ার খুবই উপকারি।
৪। ত্বক ও চুলের যত্নে চাল কুমড়ার রস ব্যবহার করতে পারেন। নিয়মিত এই রস চুল ও ত্বকে মাখলে বয়সের ছাপ প্রতিরোধ করবে।

এটি পুষ্টিকর একটি সবজি। ভিটামিন, খনিজ, শর্করা ও ফাইবার থাকায় এটি স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।