আপডেট : ১ অক্টোবর, ২০১৯ ১১:২৫
ছুলির সমস্যায় পেঁয়াজের রস
ছুলির সমস্যায় পেঁয়াজের রস
Desk
ছুলি একধরণের চর্মরোগ, যা ত্বকে পুড়ে যাওয়ার মত বিচ্ছিরি দাগের জন্ম দেয়। আরও সহজ করে বললে একধনের ছত্রাকের সংক্রমণ। যা ত্বকের স্বাভাবিক পিগমেন্টেশনে হস্তক্ষেপ করে ছোট, বড় নানা দাগের জন্ম দেয়। সাধারণত অ্যালার্জি থেকে অনেকের ছুলি দেখা দেয়। যা টেস্ট না করে বলা সম্ভব না। এক্ষেত্রে অ্যালার্জি টেস্ট করিয়ে কারন নির্ণয় করা সবচেয়ে জরুরি।এছাড়াও উত্তপ্ত, আর্দ্র আবহাওয়া, তৈলাক্ত ত্বক,হরমোন পরিবর্তন ইত্যাদি ছুলির কারন হিসেবে দেখা যায় অনেক সময়।যে কারণেই হোক, তা প্রতিকার করারা ব্যবস্থা করা প্রয়োজন, অনেকেই মেডিসিন নিয়ে থাকে এই সমস্যায়, কিন্তু আজকে জানবো প্রাকৃতিক উপায়ের সমাধান।
চলুন তাহলে জেনে নেওয়া যাক ছুলির সমস্যায় পেঁয়াজের রসের ব্যবহারঃ
তৈরিতে যা যা লাগবেঃ
১। পেঁয়াজের রস
২। মধু।
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
১। লাল রঙের একটি পেঁয়াজ বেটে তার রস বের করে একটি কাঁচের পাত্রে রাখুন।
২। হাফ চা চামচ বিশুদ্ধ মধু পেঁয়াজের রসের সাথে মিশিয়ে নিন।
৩। তুলো দিয়ে এই মিশ্রণটি ছুলির উপর লাগিয়ে হালকা করে ৫ মিনিট ম্যাসাজ করুন। মুখে ১০ মিনিট মত এটি রেখে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন।
পেঁয়াজে রস ঠিক এই ভাবে দিনে দুবার করে নিয়মিত ব্যবহার করুন। দেখবেন কয়েকদিনের মধ্যে ছুলির দাগ হালকা হতে শুরু করে দিয়েছে।