আপডেট : ২৩ এপ্রিল, ২০২০ ১২:৪১
ভাইরাসে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তুলসী পাতা
ভাইরাসে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তুলসী পাতা
Desk
বর্তমানে প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সারাবিশ্বে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। যেহেতু এর প্রতিশোধক এখনো বের হয়নি তাই, আপনার শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতাই একমাত্র ভরসা। আর তাই নিজে ও পরিবারের সুরক্ষায় ভাইরাসের এই সময়ে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। আমাদের আশে পাশেই রয়েছে এমন কিছু ভেষজ উপাদান যা আমাদের শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, আর তেমনি একটি উপাদান হলো তুলসী পাতা। তুলসী গাছের পাতা, বীজ, বাকল ও শেকড় সবকিছুই অতি প্রয়োজনীয়। ওষুধিগুণের এই তুলসী বিভিন্ন রোগ সারাতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুব ভালো কাজ করে।
এছাড়া ফুসফুসের দূর্বলতা, কাশি, কুষ্ঠ, শ্বাসকষ্ট, সর্দিজ্বর, চর্মরোগ, বক্ষবেদনা ও হাঁপানি, হাম, বসন্ত, কৃমি, ঘামাচি, রক্তে চিনির পরিমাণ হ্রাস, কীটের দংশন, কানব্যথা, ব্রংকাইটিস, আমাশয় ও অজীর্ণে তুলসী দিয়ে তৈরি ওষুধ বিশেষভাবে কার্যকর।
আসুন এবার জেনে নেওয়া যাক কিভাবে ব্যবহার করবেন তুলসী পাতাঃ
উপকরণঃ
১। তুলসী পাতা
২। আদার রস
৩। মধু
ব্যবহার পদ্ধতিঃ
তুলসী পাতা বেটে তার রস একটি পাত্রে নিন এবং তার সাথে পরিমানমত আদার রস ও মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। আপনি চাইলে বেশি করে তৈরি করে সারাদিনের জন্য সংরক্ষন করে রাখতে পারেন। এবং দিনের যেকোনো সময় পান করতে পারেন।