মরু সরিষা | 20fours
logo
আপডেট : ১৯ জুলাই, ২০২০ ১৫:৪৪
মরু সরিষা
মরু সরিষা
Desk

মরু সরিষা

মরু সরিষা (London rocket) একটি গুল্মজাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম: Sisymbrium irio। এটি হচ্ছে Brassicaceae পরিবারের
 Sisymbrium গণের উদ্ভিদ। এদের উচ্চতা তিন ফুট পর্যন্ত হয়। পাতা সবুজ, লম্বা ও খাঁজ কাটা হয়। এদের ফুল হলুদ রঙের হয়। ফল দেখতে লম্বা হয় এবং পাকলে সবুজ দেখায়। মরু-সরিষার ভিতর পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক ইত্যাদি প্রচুর খাদ্য-উপাদান থাকে। এই গাছ বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, উত্তর আমেরিকা ও মেক্সিকোসহপৃথিবীর বহু দেশে এখন এদের বিস্তৃত।

উপকারিতাঃ

১। বুকে কফ জমে গেলে মরু সরিষা গাছের পাতার রস গরম করে সকাল বিকেল খেলে কফ ভালো হয়।

২। মরু সরিষার পাতা ও মূল সিদ্ধ করে মধুর সাথে মিশিয়ে খেলে কাশি দ্রুত সেরে যায়।

৩। ঠাণ্ডা লেগে জ্বর আসলে মরু সরিষা গাছের পাতার রস গরম করে খাওয়ালে ঠান্ডা জ্বর ভালো হয়।

৪। মরু সরিষার পাতার টস খেলে অ্যাজমা ভালো হয়।

৫। যকৃৎ ও প্লীহার সমস্যা হলে মরু সরিষার মূল সিদ্ধ করে উপকার পাওয়া যায়।