শাপলা ফুল আমাদের জাতীয় ফুল। আমরা শাপলাকে সাধারণ একটি ফুল হিসেবে চিনে থাকি। কিন্তু এর রয়েছে অসাধারণ কিছু গুণাবলি। শাপলা ফুলের প্যাক দিয়ে খুব সহজেই চুল পড়ার সমস্যার সমাধান করা যায়। চুল পড়ার সমস্যা হয় না এমন মানুষ খুব কম পাওয়া যায়। এর থেকে মুক্তি পেতে নানা ধরনের তেল, শ্যাম্পু ব্যবহার করে থাকি। কিন্তু কিছুতেই কোন লাভ হয় না। এর ফলে একদিকে চুল পড়া তো কমেই না বরং চুল পাতলা হয়ে যায়। কিন্তু প্রাকৃতিক উপায়ে শাপলা ফুল ব্যবহার করে আপনার চুল পড়া নিরাময় করা সম্ভব হয়।
আসুন জেনে নেওয়া যাক শাপলা ফুল দিয়ে কিভাবে প্যাক তৈরী করা যায় এবং এর ব্যবহার প্রণালীঃ
প্রয়োজনীয় উপকরণঃ
১। নিমের তেল পরিমানমত
২। তিল বাটা ২ চা চামচ
৩। শাপলা ফুল পাতা ৫ টি
প্রস্তুত প্রণালীঃ
প্রথমে শাপলা ফুলের পাতা গুলো ভালোভাবে বেটে নিতে হবে। এরপর এর সাথে নিমের তেল দিয়ে দিতে হবে। এরপর এর ভিতর তিল বাটা দিয়ে দিতে হবে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা প্যাক তৈরী করে নিতে হবে।
ব্যবহার পদ্ধতিঃ
সপ্তাহে দু্ই দিন এই প্যাকটি চুলে ভালোভাবে লাগাতে হবে এবং ২০-৩০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। নিয়মিত এই প্যাকটি ব্যবহার করলে দেখবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। সেইসাথে চুল হয়ে উঠবে ঘন কালো ও মসৃণ।