ফলসা | 20fours
logo
আপডেট : ২৩ জুলাই, ২০২০ ১১:৫৪
ফলসা
ফলসা
Desk

ফলসা

ফলসা আমাদের কাছে বুনোফল হিসেবেই পরিচিত। গ্রামে একসময় প্রচুর পরিমাণে দেখা গেলেও ইদানীং বেশ দুর্লভ হয়ে উঠেছে গাছটি।একসময় পথের ধারে, পতিত জায়গায় আপনা আপনিই জন্মাতো। বীজ ছড়িয়ে দেওয়ার কাজটি করত পাখিরা। শহরে এ গাছ খুঁজে পাওয়া অনেকটা সৌভাগ্যের ব্যাপার। কারণ এই ফল শিশুদের পাশাপাশি পাখিদেরও অনেক প্রিয় ।সম্ভবত কাকেরাই সবচেয়ে বেশি পছন্দ করে। ফলসা পাকার মৌসুমে সারাদিনই ওদের আনাগোনা চোখে পড়ে। হয়তো আরো অনেক প্রাণী এ ফল খেয়ে বেঁচে থাকে। শুধু ফলের কথা বাদ দিলেও ফলসা গাছ হিসেবেও অনন্য। বড় বড় পাতার এই গাছ ডালপালা ছড়িয়ে ছাতার মতো দাঁড়িয়ে থাকে। সারা বছর তামাটে রঙের নতুন নতুন পাতা এগাছের অন্যতম বৈশিষ্ট্য। ফলসা মাঝারি আকৃতির পাতাঝরা গাছ। এগাছ সাধারণত ৫ থেকে ৭ মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পাতা খসখসে, রোমশ ও কিনারা দাঁতানো। হালকা হলদে রঙের ক্ষুদ্রাকৃতির ফুল ফোটে মার্চ-এপ্রিলে। আর ফল পাকতে শুরু করে মে-জুন মাসের দিকে। ফল দেখতে অনেকটা মটর দানার মতো, গোলাকার। ফলের কাঁচা রং সবুজ, তখন স্বাদে টক। পাকা ফলের রং কালচে বাদামি, তখন স্বাদ টক-মিষ্টি ধরনের। ফলসা গাছের নানা ধরনের ভেষজ উপকারিতা রয়েছে । বাংলাদেশের সর্বত্র এই গাছ পাওয়া যায়।

উপকারিতাঃ

১। বেশির ভাগ দেশেই ফলসা ফল এবং ফলসা ফলের রস লিভার এবং গলব্লাডারের চিকিৎসায় ব্যবহার করা হয়। তাই নিয়মিত খেলে উপকার পাওয়া যায়।

২। ফলসা একটি বিস্ময়কর ফল, রক্ত বিশুদ্ধকরন , রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রন করে।

 ৩। ফলসা একটি বিস্ময়কর ফল যা হৃদরোগ প্রতিরোধ , রক্ত বিশুদ্ধকরন, রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রন করে ।

৪। ফলসা ফল ঠান্ডা এবং কাশি প্রতিরোধ করতে সাহায্য করে ।

৫। ফলসা গাছের ফল নিয়মিত খেলে হজমশক্তি বৃদ্ধি পায়।

৬। কেউ রোদের পুড়ে গেলে এবং হিট স্ট্রোক করলে এই ফলের রস খুব ভালো কাজ করে ।

৭। ফলসায় উচ্চমাত্রায় ভিটামিন সি আছে যা অ্যাজমা, ব্রঙ্কাইটিস এবং শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে ।

৮। ফলসা কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং বিষন্নতা ও অনিদ্রা দূর করে ।

৯। ফলসা গাছের মূলের বাকল বাতের ব্যথা দূর করতে সাহায্য করে ।

১০। ফলসা গাছের পাতা অ্যান্টিবায়োটিকের কাজ করে যা ত্বকের ফুসকুরি বা র‌্যশ, অ্যাকজিমা নিয়ন্ত্রনে সাহায্য করে ।

১১। ফলসা ফলে রয়েছে অ্যান্থোসায়ানিন নামক ফ্লাভোনয়েডস যা ক্যান্সারের বিরূদ্ধে সুরক্ষা প্রদান করে ।

১২। এতে উচ্চমাত্রায় ভিটামিন সি আছে যা অ্যাজমা, ব্রঙ্কাইটিস এবং শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে ।

১৩। ডায়াবেটিস রোগীদের জন্য এই ফলের রস খুবই উপকারি ।