গাছটি মাঝারি আকৃতির ঝোপ জাতীয় উদ্ভিদ। ভেটি গাছটির উচ্চতা সাধারণত ২/৩ ফুট লম্বা হয়ে থাকে। পাতার রঙ সবুজ এবং পান পাতার মত, তবে পাতা মৃসণ নয়, পাতার গায়ের আবরণ খসখসে, শাখা প্রশাখার উভয় দিক থেকে পাতা গজায়। এই গাছে সাদা ফুল হয়, তবে কোন কোন গাছে আবার হালকা খয়েরি রঙের ছোট ফুল ফোটে। ফুলগুলো গাছের বা ডাটাগুলোর অগ্রভাগে থোকাকৃতির হয়ে থাকে। ভেটি ফুলের এক প্রকারের মিষ্টি গন্ধ আছে, আর এই গন্ধে আকৃষ্ট হয়, মৌমাছি, মাছি বা পিঁপড়াসহ অন্যান্য পোকামাকড়। গাছটির গোড়া বা শিকড় মাটির নিচে থাকে। গাছটি গোড়াসহ কেটে ফেললেও মরে না। বর্ষাকালে গাছটির গোড়া থেকে নতুন কুশি জন্মায়। শীতের শেষ হতে শুরু করে বসন্তকাল পর্যন্ত ফুল ফোটে। ফুল ফোটা শেষ হলে বীজ পরিপক্ক হয়। আর এই বীজ পরিপক্ক হয়ে আপন মনে মাটিতে পড়ে বর্ষাকালে গাছ জন্মায়। বাংলাদেশের সর্বত্র এই গাছ পাওয়া জন্মে। ভেটি গাছ ঔষধি গুণাগুণে ভরা।
উপকারিতাঃ
১। ভেটি গাছের পাতার রস খেলে বাচ্চা ও বড় মানুষের কৃমি দূর হয়।
২। অরুচি ভাব দেখা দিলে ভেটি গাছের কচি কুশি পরিমাণ মত হাতের তালুতে নিয়ে বুড়া আংগুলের সাহায্যে ডলা দিয়ে পিসে সামান্য পরিমাণ লবণ দিয়ে চিবিয়ে খেলে উপকার পাওয়া যায়।
৩। পেটা ব্যথা হলে ভেটি গাছের কচি কুশি পরিমাণ মত হাতের তালুতে নিয়ে বুড়া আংগুলের সাহায্যে ডলা দিয়ে পিসে সামান্য পরিমাণ লবণ দিয়ে চিবিয়ে সকাল বিকেল খেলে উপকার পাওয়া যায়।
৪। শারীরিক দুর্বলতা দেখা দিলে ভেটি গাছের পাতার রস খেলে দুর্বলতা কেটে যায়।
৫। গলাহার রোগ হলে ভেটি গাছের মূল সেদ্ধ করে প্রতিদিন সকালে সেবন করলে গলাহার রোগ দ্রুত ভালো হয়।