কুলঞ্জন | 20fours
logo
আপডেট : ২৯ জুলাই, ২০২০ ১৩:৪০
কুলঞ্জন
কুলঞ্জন
Desk

কুলঞ্জন

কুলঞ্জন একটি বিরল প্রজাতির ভেষজ উদ্ভিদ।  এর বৈজ্ঞানিক নাম Alpinia malaccensis. এটি Zingiberaceae পরিবারের অন্তর্ভুক্ত উদ্ভিদ।
কুলঞ্জন একটি চমৎকার গ্রীষ্মমন্ডলীয় উদ্ভিদ। এটি ৪ মিটার পর্যন্ত লম্বা হয়। নভেম্বর ও ডিসেম্বর মাসের দিকে ফুল আসে। এই ফুল পাতার উপর মোচাকৃতি খাপ দিয়ে ঘেরা থাকে যা গুচ্ছাকারে সাদা কুঁড়ি হিসেবে বেরিয়ে আসে। এটা দেখতে অনেকটা ক্রিসমাস ট্রি এর মতো। নিচের কুঁড়িটি প্রথম উন্মুক্ত হয়, দেখতে অনেকটা মুখের মতো যা উজ্জ্বল লাল শিরাযুক্ত। এই উদ্ভিদের পাতা জলপাই রঙের এবং এই পাতা ১ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই উদ্ভিদের জন্য আর্দ্র মাটি ও আবহাওয়া খুবই প্রয়োজন। কুলঞ্জন গাছ বাংলাদেশ সহ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় জন্মে। এই গাছ ভেষজ গুণে ভরপুর।

উপকারিতাঃ

১। যক্ষ্মা হলে কুলঞ্জন পাতার রস গরম করে নিয়মিত সকালে সেবন করলে যক্ষা ভালো হয়।

২। কুলঞ্জন পাতার রস ও মূল একসাথে সিদ্ধ করে খেলে শ্বাসযন্ত্রের রোগ ভালো হয়।

৩। কুলঞ্জন পাতা ও তুলসী পাতার রস গরম করে খেলে অ্যাজমা রোগে উপকার পাওয়া যায়।

৪। শরীরের যেকোন স্থানে চর্ম রোগ হলে কুলঞ্জন পাতা বেটে প্রলেপ দিলে দ্রুত সেরে যায়।

৫। যাদের দাঁতে পাইওরিয়ার সমস্যা রয়েছে তারতারি নিয়মিত কুলঞ্জন পাতার রস গরম হালকা গরম পানির সাথে মিশিয়ে কুলকুচি করলে সমস্যা ভালো হয়।