শারীরিক শক্তি বাড়ায় আলকুশি | 20fours
logo
আপডেট : ২৯ জুলাই, ২০২০ ১৪:২১
শারীরিক শক্তি বাড়ায় আলকুশি
শারীরিক শক্তি বাড়ায় আলকুশি
Desk

শারীরিক শক্তি বাড়ায় আলকুশি

আলকুশি একটি ওষধি গাছ। সাধারণত সর্বত্র এই গাছ জন্মে থাকে। এই গাছের রয়েছে অনেক গুণ। এই গাছ দিয়ে ঘরোয়া উপায়ে নানাবিধ অসুখ থেকে আরোগ্য লাভ করা যায়। এছাড়াও এর রয়েছে নানারকম স্বাস্থ্য উপকারিতা। বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়। 
 
চলুন তাহলে জেনে নেয়া যাক আলকুশি কিভাবে শারীরিক শক্তি বাড়ায়ঃ
 
১। কোন পোকা মাকড়ের কামড়ে বা বিছের দংশনে আলকুশীর বীজের গুড়া লাগালে অনেক যন্ত্রণা কমে যায়।
 
২। আলকুশি এর শিকড়ের রস এক চামচ করে একমাস খেলে আমাশয় রোগ সারে।
 
৩।  আলকুশির পাতার রস ফোঁড়ায় দিলে অচিরেই সেটি ফেটে যায়।
 
৪। আলকুশির বীজ চিনি ও দুধসহ সেদ্ধ করে খেলে বাত রোগের উপশম হয়, শারীরিক দুর্বলতা দূর হয়, শুক্র বৃদ্ধি ও গাঢ় হয় এবং স্নায়বিক দুর্বলতা দূর করে।
 
৫।  এর শিকড়ের রসে জ্বর, সর্দি-কাশি ভালো করে।
 
৬। আলকুশির শিকড়ের মণ্ডু মূত্রবর্ধক ও মূত্রযন্ত্রের রোগ নিরাময়ে বেশ উপকার।
 
৭। আলকুশি এর কাণ্ডের রস চোখের রোগের ক্ষেত্রেও ফলপ্রসূ।