মালাক্কা নাটা | 20fours
logo
আপডেট : ২৯ জুলাই, ২০২০ ১৪:৫৩
মালাক্কা নাটা
মালাক্কা নাটা
Desk

মালাক্কা নাটা

মালাক্কা নাটা বা নাটা (Warri tree, বা Grey nicker)। এর বৈজ্ঞানিক নাম Caesalpinia bondu। এটি  হচ্ছে Caesalpiniaceae পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদ প্রজাতী।


শিম গোত্র ভুক্ত গুল্ম জাতীয় উদ্ভিদ এটি। এদের দৈর্ঘ্য ৬ মিঃ (২০ ফুট) পর্যন্ত। বীজের দৈর্ঘ্য প্রায় ২ সেমিঃ (০.৭৯ ইঞ্চি)। আগাছা হিসাবে বিবেচনা করলেও এর রয়েছে অসংখ্য ভেষজ গুণ। বাংলাদেশের সর্বত্র পাওয়া যায় এই গাছ।

উপকারিতাঃ


১। আমাশয়ে মালাক্কা নাটা পাতার রস একটু গরম করে কয়েক ফোঁটা মধুর সাথে মিশিয়ে খেলে দ্রুত  সেরে যায়।

২। হাত বা পায়ের শিরা সষ্কুচিত হলে মালাক্কা নাটা পাতা বেটে তিল তেলের সাথে মিশিয়ে গায়ে মাখলে উপকার পাওয়া যায়।

৩। মালাক্কা নাটা প্রধান প্রধান ব্যবহার বিভিন্ন প্রকার বাত ব্যথা সারাতে এর পাতার রসের সাথে এককোষা রসুন চিবিয়ে খেলে আমবাতের যন্ত্রণা কমে যায়।

৪। কোষ্ঠকাঠিন্যে হলে মালাক্কা নাটা পাতার রস সকালে সামান্য লবণের সাথে মিশিয়ে খেলে অচিরেই সেরে যায়।

৫।  কাঁচা হলুদ বাটার সাথে মালাক্কা নাটা পাতার রস মিশিয়ে খেলে অর্শের বলি দ্রুত সেরে যায়।

৬।  পাতার জলীয় নির্যাস পাথর গলিয়ে দেয় ও মূত্রবর্ধক হিসেবে কাজ করে।