ত্বকের উজ্জ্বলতা বাড়ায় পুদিনা পাতার রসের ব্যবহার | 20fours
logo
আপডেট : ৪ আগস্ট, ২০২০ ১২:৫৭
ত্বকের উজ্জ্বলতা বাড়ায় পুদিনা পাতার রসের ব্যবহার
ত্বকের উজ্জ্বলতা বাড়ায় পুদিনা পাতার রসের ব্যবহার
Desk

ত্বকের উজ্জ্বলতা বাড়ায় পুদিনা পাতার রসের ব্যবহার

পুদিনা পাতা আমরা সাধারণত সালাদ বা সাজাতে ব্যবহার করে থাকি। তবে খাবারের পাশাপাশি  পুদিনা পাতাকে ত্বকের সৌন্দর্য্য বর্ধনেও আমরা ব্যবহার করে থাকি। পুদিনা পাতার রস এমনই একটি উপাদান যা সহজেই আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারে। ফর্সা ত্বক পেতে দামী নামীদামি নাইট ক্রিম না ব্যবহার করে আপনি চাইলে প্রাকৃতিক কিছু উপাদান ব্যবহার করে পেতে পারেন উজ্জ্বল ত্বক।

আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক কিভাবে পুদিনা পাতা আমাদের ত্বকের তৈলাক্ত ভাব দূর করে এবং আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করেঃ

প্রয়োজনীয় উপকরণঃ

১। পুদিনা পাতার রস এক টেবিল চামচ

২। আঙুরের রস এক টেবিল চামচ

৩। লেবুর রস এক টেবিল চামচ

৪। বরফ

৫। গোলাপজল

প্রস্তুত প্রণালীঃ

প্রথমে পুদিনা পাতা বেটে এর থেকে রস বের করে নিতে হবে। এরপর এর ভিতর আঙুরের রস দিতে হবে। তারপর এর ভিতর লেবুর রস দিয়ে দিতে হবে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি পেস্ট তৈরী করে নিতে হবে।

ব্যবহারের নিয়মাবলিঃ

এই মিশ্রণটি আপনার মুখে ও ঘাড়ে লাগান এবং ১৫ মিনিট রেখে তুলে ধুয়ে ফেলুন। এবার গোলাপজল আর ‍ঠান্ডা বরফ পানি মুখে হালকা করে লাগিয়ে নিন।
এই প্যাকটি সপ্তাহে তিন দিন ব্যবহার করলে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এটি সাহায্য করবে। তাহলে আর দেরি না করে আজ থেকে মুখের উজ্জ্বলতা বাড়াতে এই প্যাকটি ব্যবহার শুরু করুন।