Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
মুখের লাবণ্যতা বৃদ্ধি

মুখের লাবণ্যতা বৃদ্ধিতে থানকুনি পাতার রস

20Fours Desk | আপডেট : ৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:০৪
মুখের লাবণ্যতা বৃদ্ধিতে থানকুনি পাতার রস

লাবণ্যময় ত্বক কে না পেতে চায় বলুন। আপনি ফর্সা কালো কিংবা শ্যামবর্ণের হোন না কেনো আপনার চেহারায় যদি লাবণ্যতা থাকে তাহলে আপনাকে দেখতে কিন্তু বেশ লাগবে। সৌন্দর্য মানেই ফ্রেশ চেহারার অধিকারী হওয়া। এই ফ্রেশ লাবণ্যময় ত্বক পেতে আমরা বরাবরই বাজারের ক্রিমের উপর ভরসা করে থাকি যা আমাদের চেহারা কে তাৎক্ষণিক ফর্সা লাবণ্যময় করলে ও তা স্থায়ী হয়না। তাই আজকের লেখাতে আমরা আপনাদের প্রাকৃতিক উপায় জানাবো যা আপনার ত্বকে লাবণ্যময় করে তুলবে খুব সহজেই। আর সেটাও অল্প খরচেই। আর আপনি সেটা খেয়ে আপনার ভিতর থেকে আপনার চেহারায় আনতে পারবেন লাবণ্যময় ।

চলুন তাহলে জেনে নেওয়া যাক মুখের লাবণ্যতা বৃদ্ধিতে থানকুনি পাতার ব্যবহার পদ্ধতিঃ

উপকরণঃ
(১) থানকুনি পাতার রস ( নার্সারি তে পাবেন)
(২) দুধ

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

(১) ১ টেবিল চামচ থানকুনি পাতার রস এবং তার সাথে আপনি যতটুকু খেতে পারেন সেই পরিমান দুধ নিয়ে মিক্সড করুন।

(২) এবং সেটি সপ্তাহে ৪ দিন রাতে ঘুমাবার আগে খেয়ে শুয়ে পড়ুন।

এভাবে সপ্তাহে ৪ দিন এই থানকুনি পাতার এই রস পান করুন দুধের সাথে দেখবেন আপনার চেহারায় লাবণ্যময় ফিরতে বেশি সময় লাগবে না।

উপরে