স্বাভাবিক ত্বকের জন্য গাঁদা ফুলের প্যাক

গাঁদা ফুলকে কম বেশি আমরা সবাই চিনি। হলুদের অনুষ্ঠানে বউ কে গাঁদা ফুল ফদিয়ে সাজানো হয়ে থাকে। এছাড়াও গাঁদা ফুলের বাগানের সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করার মত নয়। প্রাকৃতিক সৌন্দর্যকে ফুলের মাধ্যমে উপভোগ করতে চাইলে তার মাঝে গাঁদা ফুল ও একটি। কিন্তু আপনি কি জানেন এই গাঁদা ফুলকে দিয়ে আপনি আপনার সৌন্দর্য চর্চা করতে পারবেন। ভাবছেন কিভাবে ? চিন্তা নেই এখন আমরা জানবো আপনার স্বাভাবিক ত্বকের জন্য গাঁদা ফুলের প্যাক তৈরি ও ব্যবহার পদ্ধতি।
চলুন তাহলে জেনে নেওয়া যাক স্বাভাবিক ত্বকের জন্য গাঁদা ফুলের প্যাক তৈরি পদ্ধতিঃ
উপকরণঃ
(১) গাঁদা ফুলের পেস্ট
(২) লেবুর রস
(৩) দই
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) দুই চা–চামচ দই, দুই চা– চামচ গাঁদা ফুলের পেস্ট এবং ৫ ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন
(২) এবার ৩০ মিনিটের মতো মিশ্রণটি ঢেকে রেখে তারপর মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
ব্যস আপনার স্বাভাবিক ত্বকের জন্য ব্যবহার করে আপনি পেয়ে যাবেন ফর্সা নরম ও কোমল ত্বক । তাহলে আর দেরি না করে আজই স্বাভাবিক ত্বকের অধিকারী রা ব্যবহার করুন এই প্যাক টি এবং সুন্দর থাকুন সবসময়।