তৈলাক্ত চুলের রুক্ষভাব দূর করে চুলকে মসৃণ করতে কি করবেন?
ধুলোবালি, রোদ, আবহাওয়ায়- এই সব কিছু দায়ী চুল রুক্ষ মলিন হওয়ার পেছনে। এছাড়া যত্নে অবহেলাও অনেক সময় চুলকে রুক্ষ ও অনুজ্জ্বল করে থাকে। কিন্তু, সবাই এখন এই ব্যস্ত সময়ের অজুহাত দিয়ে বলেন, সময় পান না চুলের যত্ন নেয়ার জন্য। আপনি যে অজুহাতই দেন না কেন এটা মনে রাখতে হবে সুন্দর ঝরঝরে সিল্কি চুল পেতে হলে আপনাকে কিছুটা সময় চুলের জন্য দিতেই হবে। তৈলাক্ত চুলের এই সমস্যা গুলো দেখা দেয় বেশি তাই আজকের লেখাতে আপনাদের জন্য থাকছে একটি প্রাকৃতিক প্যাক যা সহজলভ্য এবং কার্যকারী ।
চলুন তাহলে জেনে নেওয়া যাক তৈলাক্ত চুলের রুক্ষভাব দূর করে চুলকে মসৃণ করার প্যাক তৈরি পদ্ধতিঃ
উপকরণঃ
(১) তুলসিপাতা
(২) নিমপাতা
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) আপনার চুলের জন্য পরিমান মত তুলসিপাতা, নিমপাতা বেটে নিন।
(২) এবং বাটা শেষ হলে সুন্দরমত চুলে লাগিয়ে নিন এবং চুল শুকিয়ে গেলে চুল শ্যাম্পু করে নিন।
নিয়মিত এই প্যাক ব্যবহারে আপনার চুলের তৈলাক্ততা দূর হবে খুব সহজেই এবং সেই সাথে যদি আপনার উকুনের সমস্যা থাকে তাহলে এই সমস্যা সমাধান হবে চট জলদি।