পুদিনার টোনার ব্যবহারে দূর হবে ব্রণ
ব্রণ সমস্যায় ভুগে নি এমন মানুষ খুব কমই পাওয়া যায়। কেননা ব্রণ হয়ে থাকে ধুলাবালির কারনে বেশিরভাগ সময়। এছাড়াও ব্রন হয়ে থাকে ক্রিম ব্যবহারের কারনে যা ত্বকে সুইটাবল না। তবে আমরা চাইলে খুব সহজেই এই ব্রণ সমস্যা প্রতিরোধ করতে পারেন আর তারই টিপস রয়েছে আমাদের এই লেখাতে। পুদিনার অনেক রকম ব্যবহার আমরা এর আগে আপনাদের জানিয়েছি। আজকে জানবো টোনার হিসেবে এর ব্যবহার।
চলুন তাহলে জেনে নেওয়া যাক পুদিনার টোনার ব্যবহার করে ব্রন দূর করারা উপায়ঃ
উপকরণঃ
(১) ৩ টেবিলচামচ শুকনো পুদিনা পাতা
(২) ১ কাপ ফুটন্ত পানি।
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
(১) শুকনো পুদিনা পাতাগুলো গুঁড়ো করে এক কাপ ফুটন্ত পানির সঙ্গে মিশান।
(২) মিশ্রণটি ঠাণ্ডা হলে ভেতর থেকে পাতার নির্যাসগুলো ফেলে দিন।
(৩) মিশ্রণটি একটি স্প্রে বোতলে নিন এবং আপনার ত্বকে প্রয়োগ করুন। তুলার একটি তুলা বা প্যাড দিয়ে আস্তে আস্তে মিশ্রণটি আপনার ত্বকে ছড়িয়ে দিন।
(৪) ক্লিনজিং বা ত্বক পরিষ্কারের আগে প্রতিদিন এটি ব্যবহার করুন।
তাহলে জেনে গেলেন তো পুদিনার কত গুন। আপনি চাইলে আপনার বাড়ির বারান্দায় এই পুদিনার গাছের টপ লাগাতে পারেন এতে করে সহজেই হাতের কাছেই থাকবে এই পাতা এবং সমস্যার সমাধান করে নিতে পারবেন।