Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
প্রাকৃতিক ফেস-ওয়াশ

টক দই শসার প্রাকৃতিক ফেস-ওয়াশ

20Fours Desk | আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ১০:৫৪
টক দই শসার প্রাকৃতিক ফেস-ওয়াশ

ঘরের বাইরে বের হলেই ঘাম, ধুলা, রোদে পোড়াসহ নানা ঝামেলা। ঘরে ফিরে ত্বক ঠিক মতো পরিষ্কার না করলে ব্রণ, র‌্যাশ, ব্লাকহেডসের যন্ত্রণা। ব্যবহৃত ফেসওয়াশ বা সাবান ঠিকমতো কাজ করে না। তাছাড়া বাজারে সকল রাসায়নিক পণ্য ব্যবহার করে ত্বকে দেখা দেয় নানা সমস্যা। তাই সব কিছুর আগে দরকার ঠিকমতো ত্বক পরিষ্কার করা। সেজন্য ব্যবহার করতে পারেন পার্শ্বপ্রতিক্রিয়াহীন প্রাকৃতিক ফেসওয়াশ। আজকের প্রাকৃতিক ফেস-ওয়াশ রেসিপি তে থাকছে টক দই শসার প্রাকৃতিক ফেস-ওয়াশ।
 
চলুন তাহলে জেনে নেওয়া যাক টক দই শসার প্রাকৃতিক ফেস-ওয়াশ তৈরি পদ্ধতিঃ

উপকরণঃ

(১) টক দই
(২) শসা

তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ

(১) আধা কাপ টক দইয়ের সঙ্গে একটি শশা বাটা মিশিয়ে মুখে দিন।

(২) কিছুক্ষণ পরে হালকা শুকিয়ে এলে আলতো করে ম্যাসাজ করুন।

(৩) এক মিনিট ম্যাসাজের পর ঠাণ্ডা পানি দিয়ে মুখটি ধুয়ে নিন। দেখবেন ত্বকের বাড়তি তেলতেলে ভাব দূর হয়ে গেছে।

তাই বাজারের নয় সবসময় চেষ্টা করুন প্রাকৃতিক এই ফেস-ওয়াশ কে প্রাধান্য দিতে এবং ব্রন বিহিন ত্বক পেয়ে যান খুব সহজেই ।

উপরে