Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
গাছ চিনুন

গাছ চিনুনঃ উলটকম্বল

Desk | আপডেট : ২ ডিসেম্বর, ২০১৮ ১০:১৪
গাছ চিনুনঃ উলটকম্বল

উলটকম্বল ইংরেজি নাম Devil’s Cotton

উলটকম্বল বৈজ্ঞানিক নাম Abroma augusta Linn

 ইউনানী নাম ওলট কম্বল,

আয়ুর্বেদিক নাম  ঔলট কম্বল,

পরিবার Sterculiaceae,

উলটকম্বল গুল্ম জাতীয় চিরহরিৎ গাছ।  উলটকম্বল  প্রায় ২ মিটার উচ্চতার বৃক্ষ বিশেষ। পাতার উপর পৃষ্ঠ রোঁয়া বিশিষ্ট।উলটকম্বল পাতার অগ্রভাগের দিকটা সরু, রং উজ্জ্বল সবুজ। পাতার বোটা ও কচি ডাল খয়েরি লাল রঙের, ডগার পাতাগুলো লম্বা আকৃতির হয়ে থাকে। গাছের বাকল শক্ত আঁশযুক্ত, পানিতে ভিজালেও নষ্ট হয় না। গাছের কাঠ নরম ও ধূসর বণের্র। নিদির্ষ্ট বয়সে এ গাছে ফুল ফোটে। এর ডাঁটা ও ছাল পানিতে কচলালে বিজল সৃষ্টি হয়। ফুল কালচে লাল বর্ণের। ফল প্রথমে সবুজ, পাকলে কালো দেখায়। ফলের ভিতর অসংখ্য রোঁয়া ও কালী জিরার মত অনেক বীজ থাকে। জুলাই-আগষ্ট মাসে বীজ সংগ্রহ করে কিছুটা রোদে শুকিয়ে এক থেকে দুই মাসের মধ্যে বীজতলায় লাগাতে হয়। ছায়া সহ্য করতে পারে বিধায় অন্য গাছের নিচে সহজেই উলটকম্বল চাষ করা যায়। বেলে-দোআঁশ মাটি চাষের জন্য উপযুক্ত। মাটি, গোবর ও ভিজা কাঠের ভুষি ২: ১: ১ অনুপাতে মিশিয়ে বীজতলা তৈরি করতে হয়। বপনের আগে বীজ দু’ঘন্টা পানিতে ভিজিয়ে নিলে বেশী পরিমাণে বীজ অঙ্কুরিত হয়। এই গাছের পাতা, ডাল ও মূলের ছাল ঔষধ হিসেবে ব্যবহার করা হয় । এই গাছ বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় জন্মে ।

উপরে