গাছ চিনুনঃ ডুগডুগি
ডুগডুগি গাছ ইংরেজি Calabash Tree
ডুগডুগি বৈজ্ঞানিক নাম Crescentia cujete
জগৎ Plantae
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Asterids,
বর্গ Lamiales,
পরিবার Bignoniaceae,
গণ Crescentia,
প্রজাতি C. cujete,
দ্বিপদী নাম Crescentia cujete L,
ডুগডুগি গাছ মাঝারি অাকারের চিরসবুজ উদ্ভিদ। এই গাছ ৮ মিটার পর্যন্ত লম্বা হয়। ফল দেখতে একবারে কাচাঁ বেলের মতো।এদের হালকা সবুজ পাতা উপবৃত্তাকার, মাথার দিকে গোলাকার অার গোড়ার দিকে সুচালো, পাতা একেবারে জেঁকে থাকে কান্ডের সঙ্গে, এক সাথে পাঁচ-ছয়টি পাতা করে জোষ্ট হয়ে থাকে এই গাছের পাতা। ফুল হয় কাণ্ডে ফেঁটে বের হয় তার পর ফুল থেকে ফল।ফল পাকতে সময় লাগে প্রায় সাত মাস, পাকা ফলের ভেতর কলোরঙ্গা ছাইয়ের মতো কিছু উপাদান ছাড়া কিছুই পাওয়া যায় না।গ্রীষ্মের শেষে বা জ্যৈষ্ঠ মাসে এ গাছে ফুল ফোটে, জানুয়ারি- সেপ্টেম্বর মাস পর্যন্ত গাছে ফুল ফল দেখা মিলে। এই গাছ বাংলাদেশ, ভারত ও আমেরিকায় জন্মে। এই গাছের পাতা, মূল, বাকল ও ফল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।