Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
গাছ চিনুন

গাছ চিনুনঃ ল্যাভেন্ডার

Desk | আপডেট : ২ ডিসেম্বর, ২০১৮ ১০:২৬
গাছ চিনুনঃ ল্যাভেন্ডার

ল্যাভেন্ডার ইংরেজি নাম lavender

ল্যাভেন্ডার বৈজ্ঞানিক নাম Lavendula spp

জগৎ Plantae,

শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Asterids,

বর্গ Lamiales,

পরিবার Lamiaceae,

উপপরিবার Nepetoideae,

গোত্র Lavanduleae,

গণ Lavandula,

আদর্শ প্রজাতি Lavandula spica L,

ল্যাভেন্ডার একটি বর্ষজীবী গুল্ম। এটি  Lamiaceae পরিবারের সপুষ্পক উদ্ভিদের ৩৯টি প্রজাতির একটি গণের নাম। এই গাছ প্রায় ১-২মিটার লম্বা হয়। সবুজ পাতাগুলো ২-৬সেমি লম্বা, ৪-৬মিমি চওড়া হয়। ফুলের রঙ ল্যাভেন্ডার(pinkish-purple)। লম্বা মঞ্জরীদন্ডে ছোট ছোট ফুল, সুগন্ধি।এদের ফুলে বেশ গন্ধ থাকে যার কারণে মশা দূরে থাকে। এজন্য বাড়ির দেয়ালের কাছ ঘেঁসে লাগানো হয়। ফুল শুকিয়ে চায়ে দিয়ে খায় অনেকে। এছাড়া, ল্যাভেন্ডারের ব্যবহার হয় রান্নার মশলা হিসেবে, হার্বাল মেডিসিনে।  ল্যাভেন্ডার এখন বাংলাদেশেও চাষ করা হচ্ছে। এছাড়াও ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এশিয়ায় এই গাছ জন্মে। ল্যাভেন্ডার ও এর তেল ঔষধ হিসেবে ব্যবহার হয়ে থাকে।

 

উপরে