গাছ চিনুনঃ ডেউয়া
ডেউয়া ইংরেজি Monkey Jack
ডেউয়া বৈজ্ঞানিক নাম Artocarpus lacucha বা Artocarpus lakoocha Roxb
সংস্কৃত নাম 'লকুচ' ও হিন্দী নাম 'ডেহুয়া',
জগৎ Plantae,
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids,
বর্গ Rosales,
পরিবার Moraceae,
গোত্র Artocarpeae,
গণ আর্থোকারপাস,
প্রজাতি A. lacucha,
ডেউয়া একটি চিরসবুজ বৃক্ষ। এবং সংস্কৃত নাম 'লকুচ' ও হিন্দী নাম 'ডেহুয়া'। ডেউয়া গাছ বহু শাখা-প্রশাখা বিশিষ্ট, বড় আকারের বৃক্ষ। প্রায় ২০-২৫ ফুট উঁচু হয়, এর ছাল ধূসর-বাদামী রঙের। গাছের ভেতর সাদাটে কষ বা আঠা থাকে। এর পাতা ৬-১২ ইঞ্চি লম্বা ও ৪-৭ ইঞ্চি চওড়া হয়, যা অনেকটা কাকডুমুরের (Ficus hispida) পাতার ন্যায়, তবে আকারে সামান্য বড়। স্ত্রী ও পুরুষ ফুল আলাদা। স্ত্রী ফুল আকারে বড়, বোঁটা ছোট ও মসৃণ। এ ফুলে পাঁপড়ি নেই, ছোট গুটির মত। স্ত্রী ফুল থেকে ফল হয়। ফল কাঁঠালের ন্যায় যৌগিক বা গুচ্ছফল। বহিরাবরন অসমান। কাঁচা ফল সবুজ, পাকলে বহিরাবরণ হলুদ। ভিতরের শাঁস লালচে হলুদ। ফলের ভেতরে থাকে কাঁঠালের ছোট কোয়ার (কোষের) মত কোয়া এবং তার প্রতিটির মধ্যে একটি করে বীজ থাকে। সাধারনত মার্চ মাসে ফুল আসে এবং আগষ্ট মাসের দিকে ফল পাকতে শুরু করে। গাছ রোপনের উপযুক্ত সময় বর্ষাকাল। এই ফল বাংলাদেশ, ভারত ও দক্ষিণ এশিয়ায় প্রচুর জন্মে। ডেউয়া গাছের ছাল ও ফল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।