Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
গাছ চিনুন

গাছ চিনুনঃ কুঁচ

Desk | আপডেট : ২ ডিসেম্বর, ২০১৮ ১৩:০০
গাছ চিনুনঃ কুঁচ

কুঁচ ইংরেজি নাম Crab's eye, rosary pea

কুঁচ বৈজ্ঞানিক নাম Abrus precatorius

সংস্কৃত নাম গুঞ্জ,

জগৎ Plantae,

বিভাগ Magnoliophyta,

শ্রেণী Magnoliopsida,

বর্গ Fabales,

পরিবার Fabaceae,

উপপরিবার Faboideae,

গোত্র Abreae,

গণ Abrus,

প্রজাতি A. precatorius,

দ্বিপদী নাম Abrus precatorius L,


কুঁচ গাছটি লতানো এবং বহু বিস্তৃত শাখা-প্রশাখা বিশিষ্ট। এই গাছের শাখা বেশ নরম। পাতার দৈর্ঘ্য ২-৩ ইঞ্চি। প্রতিটি পত্রদণ্ডে ২০-৪০টি পত্রিকা থাকে। বসন্তকালে পত্রিকাগুলো পড়ে যায়।
এর পুষ্পদণ্ডে প্রচুর ফুল ধরে। ফুলের বাইরের দিক পশমের মতো। ফুলগুলোতে লাল বা সাদা বর্ণের আভা দেখা যায়। এর ফল শুঁটির আকারে জন্মে। শুঁটিগুলো ১ থেকে ২ ইঞ্চি লম্বা হয়। এর বীজগুলো লাল, কালো, সাদা ইত্যাদি নানা রঙের হয়ে থাকে। কুঁচবীজের মূল রঙের বিচারে কুঁচকে দুটি ভাগে ভাগ করা হয়। এই ভাগ দুটি হলো সাদা ও লাল।  শীতের সময় এর ফুল হয় এবং গ্রীষ্মকালে ফল হয়। বাংলাদেশে এক সময় স্বর্ণের ওজনের ক্ষেত্রে কুঁচ ব্যবহৃত হতো। কুঁচ গাছ বাংলাদেশ সহ ভারত শ্রীলঙ্কা, থাইল্যান্ডে জন্মে। এই গাছ ঔষধ হিসেবে ও ব্যবহার করা হয়ে থাকে।

উপরে