গাছ চিনুনঃ করবী
করবী ইংরেজি নাম Oleander
করবী বৈজ্ঞানিক নাম Nerium oleander বা Nerium indicum
জগৎ Plantae,
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Asterids,
বর্গ Gentianales,
পরিবার Apocynaceae,
উপপরিবার Apocynoideae,
গোত্র Wrightieae,
গণ Nerium L,
প্রজাতি.N. indicum,
দ্বিপদী নামNerium indicum L,
করবী একটি লাল গোলাপী বা সাদা ফুলবিশিষ্ট চিরহরিৎ গুল্ম। চিরসবুজ ঝাড়দার গাছ। এই গাছ ১০/১২ হাত পর্যন্ত উঁচু হতে দেখা যায়। পাতা সরু ও লম্বাটে, হালকা সবুজ রঙের। ফুল হলদে রঙের, আকৃতি কলকের মত, তাই এর আর এক নাম কলকে ফুল। ফুলের পাপড়ি ৫টি, পাকানো। হলদে রঙের ছাড়াও সাদা ও ফিকে লাল রঙের ফুলও দেখা যায়। ডগার অগ্রভাগে কয়েকটি ফুল হয় এবং তৎপরে ফল ধরে। ফল শাঁসযুক্ত, কাঁচায় সবুজ, পাকলে ধূসর রঙের হয়ে থাকে। ফুলে মধু থাকে। শিশুরা ফুলের বোঁটা ভেঙ্গে মধু চুষে খেয়ে ফুলটা ফেলে দেয়। ফলের ভেতর শক্ত বীজ থাকে, বীজের মধ্যে থাকে শাঁস। গ্রীষ্ম ও বর্ষায় ফুল। লাল, গোলাপী, সাদা- তবে লাল ও সাদাই দেখা যায় বেশি। কলমে চাষ, ছাঁটা নিষ্প্রয়োজন। বছরের সব সময় এই গাছ রোপন করা যায়। এবং বছরের সব সময় ফুল ও ফল হয়। এই গাছ বাংলাদেশ ও ভারত সহ সর্বত্র জন্মে। করবী গাছের পাতা, মূল, ছাল, ফুল ও ফলে ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।