গাছ চিনুন
গাছ চিনুনঃ রাখাল শসা
রাখাল শসা ইংরেজি নাম Bitter apple, Colocynth, Vine of Sodom
রাখাল শসা বৈজ্ঞানিক নাম Citrullus colocynthis
জগৎ Plantae,
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids
বর্গ Cucurbitales,
পরিবার Cucurbitaceae,
গণ Citrullus,
প্রজাতি C. colocynthis,
দ্বিপদী নামCitrullus colocynthis (L.) Schrad,
রাখাল শসা একটি লতা জাতীয় উদ্ভিদ। এটি একটি সপুষ্পক উদ্ভিদ। এর আদি নিবাস ভূমধ্যসাগরীয় অঞ্চল, এশিয়া এবং তুরস্ক। এর লতা অনেকটা তরমুজ লতার মত, তবে এতে ছোট ও শক্ত ফল হয় যার ভেতরটা তিতা। এর গায়ে শুঁয়ো থাকে। এই ফল কিন্তু বিষ। পাগলা কুকুর মারার জন্য খাদ্যের সঙ্গে এই বীজ মিশিয়ে কুকুর মারা হয়, ইুঁদুর মারা হয়। এই গাছ বাংলাদেশেও বেশ জন্মে। রাখাল শসা ঔষধ হিসেবে ব্যবহার করা হয়।