গাছ চিনুনঃ কামরাঙা
কামরাঙা Chinese gooseberry বা Carambola
কামরাঙা বৈজ্ঞানিক নাম Averrhoa carambola Linn
জগৎ Plantae,
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids,
বর্গ Oxalidales,
পরিবার Oxalidaceae,
গণ Averrhoa,
প্রজাতি A. carambola,
দ্বিপদী নামAverrhoa carambola L.,
কামরাঙা একটি চিরসবুজ ছোট মাঝারি আকৃতির গাছের টকমিষ্টি ফল। কামরাঙা গাছ মাঝারি ধরনের এবং শাখা - প্রশাখা যুক্ত। এই গাছ লম্বায় ২০-২৫ ফুট পর্যন্ত লম্বা হয়। পাতা যৌগিক, ১-৩ ইঞ্চি লম্বা। বাকল মসৃন কালো রংএর। ফল ৩-৬ ইঞ্চি ব্যাসের এবং ভাজযুক্ত। কাঁচা অবস্থায় এর এর ফল গুলি সবুজ বর্ণের হয়। কামরাঙা পাকলে হলুদ বর্ণের ও সুগন্ধযুক্ত হয়। কামরাঙ্গা মৌসুমি ফল হলেও কোনো কোনো গাছে সারাবছর বা একাধিকবারও ফলে। কামরাঙ্গা ফলের উৎপত্তি শ্রীলঙ্কায়। পরবর্তীতে ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশে কামরাঙ্গা ফলের বিস্তৃতি ঘটে। কামরাঙার নভেম্বর মাস থেকে ফল পাকতে শুরু করে। কামরাঙা ঔষধি হিসেবে ব্যবহার করা হয়।