Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
গাছ চিনুন

গাছ চিনুনঃ পাথরকুচি

Desk | আপডেট : ৩ ডিসেম্বর, ২০১৮ ১৪:৫৬
গাছ চিনুনঃ পাথরকুচি

পাথরকুচির ইংরেজি নাম  Stone Chip

পাথরকুচির বৈজ্ঞানিক নাম Bryophillum,Bryophyllum

বোটানিক্যাল নাম: Berginia Ligulata Wall

 বাংলা নাম: কফ পাতা,পাটিয়াপুরি

সংস্কৃত নাম: পাষানভেদে

জগৎ : Plantae,  

শ্রেণীবিহীন: Angiosperams, Eudicots, Core eudicots,

বর্গ: Saxifragales,

পরিবার: Crassulaceae,

গণ: Bryophyllum,

প্রজাতি : B.pinnatum,


পাথরকুচি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ। এর আদিনিবাস মাদাগাস্কার। এই গাছটি আমাদের দেশের সর্বএই একটি সুপরিচিত গাছ। এই গাছ সাধারণত এক থেকে দুই ফুট উঁচু হয়। এই গাছের পাতা বেশ মাংসল ও মসৃন আকৃতি অনেকটা ডিমের মতো। পাতার চারপাশে আছে ছোট ছোট গোল খাঁজ। এই খাঁজ থেকে নতুন চারার জন্ম হয়। কখনো কখনো - বিশেষ করে গাছ বুড়ো হয়ে গেলে গাছেই ওই খাঁজ থেকে চারা গজায়। গাছ থেকে খাঁজকাটা একটি পাতা মাটিতে ফেলে রাখলেই অনায়াসে চারা পাওয়া যায়।নাতিশীতোষ্ণ অঞ্চলের কাঁকুরে মাটিতে তবে স্যাঁতসেঁতে জায়গায় দ্রুত বাড়ে। এই গাছে রয়েছে Daigremontianin ও Bufadienolides নামক রাসায়নিক উপাদান, যা শিশুদের জন্য ক্ষতি হতে পারে। এই গাছ বাংলাদেশ ও ভারতে বেশ ভালো জন্মে।

উপরে