Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
গাছ চিনুন

গাছ চিনুনঃ ডুমুর

Desk | আপডেট : ৩ ডিসেম্বর, ২০১৮ ১৪:৫৯
গাছ চিনুনঃ ডুমুর

ডুমুরের ইংরেজি নাম হলো Fig tree

ডুমুরের বৈজ্ঞানিক নাম হলো Ficus racemosa

জগৎ Plantae,

শ্রেণীবিহীন Angiosperms,Eudicots,Rosids

বর্গ Rosales,

পরিবার Moraceae,

গোএ Ficeae,Gaudich,

গণ Ficus L.।,


ডুুমুর মোরাসিয়ে গোএভূক্ত ৮৫০ টিরও অধিক কাঠ জাতীয় গাছের প্রজাতিবিশেষ। ডুমুরের পাতা খসখসে হয়। গ্রামেগজ্ঞে যেখানে সেখানে ডুমুরের গাছ দেখা যায়। ডুমুরের ফল নরম ও মিষ্টি হয়। বাংলাদেশ ছাড়া যারা পাশ্চাত্যের দেশ গুলোতে থাকেন তারা বড় বড় শপিং সেন্টার গুলোতে পেয়ে যাবেন। ডুমুরের আধিপত্য মূলত তরকারিতে। ডুমুর ফল নরম ও মিষ্টি জাতীয় ফল । ফলের আবরণ ভাগ খুবই পাতলা এবং এর অভ্যন্তরে অনেক ছোট ছোট বীজ রয়েছে। এর ফল শুকনো ও পাকা অবস্থায় ভক্ষণ করা যায়। উষ্ণ জলবায়ু অঞ্চলে এ প্রজাতির গাছ জন্মে। কখনো কখনো জ্যাম হিসেবে এর ব্যবহার হয়ে থাকে। এই গাছ বাংলাদেশ, ভারত সহ প্রায় সব জায়গায় জন্মে।

উপরে