গাছ চিনুনঃ জবা
জবা ইংরেজি নাম Hibiscus rosa-sinensis
জবা বৈজ্ঞানিক নাম Hibiscus rosa-sinensis Linn
সংস্কৃত নাম জপা, জবাপুষ্পম।
সমার্থক বাংলা নাম জবা, ঝুমকা জবা, জবা কুসুম।
জগৎ Plantae,
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Rosids,
বর্গ Malvales,
পরিবার Malvaceae,
গণ Hibiscus,
প্রজাতি H. rosa-sinensis,
দ্বিপদী নাম Hibiscus rosa-sinensis L.,
জবা একটি চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদ। জবা গাছের আদি নিবাস চীন। এই গাছের উচ্চতা ২.৫-৫ মি(৮-১৬ ফিট) ও প্রস্থ ১.৫-৩ মি(৫-১০ ফিট)। এর পাতাগুলি চকচকে ও ফুলগুলি উজ্জ্বল লাল বর্ণের ও ৫টি পাপড়ি যুক্ত। ফুলগুলির ব্যাস ১০ সেমি(৪ ইঞ্চি) এবং এই ফুল গ্রীষ্মকালে ও শরৎকালে ফোটে। জবা ফুল নানা বর্ণের হয়। ভারতবর্ষে লাল রঙের জবাকে রক্তজবা বলা হয়। এছাড়া রয়েছে শ্বেত জবা, হলুদ জবা, গোলাপি জবা। জাবা গাছ বাংলাদেশ ছাড়াও চীন,ভারত,এশিয়া মহাদেশে এই গাছ জন্মে। এই গাছের ফুল, পাপড়ি ও গাছের ছাল সবই ঔষধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।