Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
গাছ চিনুন

গাছ চিনুনঃ মুক্তোঝুরি

Desk | আপডেট : ৬ ডিসেম্বর, ২০১৮ ১৩:২৬
গাছ চিনুনঃ মুক্তোঝুরি

মুক্তোঝুরি ইংরেজি নাম Indian Nettle

মুক্তোঝুরি বৈজ্ঞানিক নাম Acalypha indica

পরিবার ইউফরবিয়াসি,

গণ একালিফা,

শ্রেণী Acalypha,

প্রজাতি A. indica,

দ্বিপদী নাম Acalypha indica,

মুক্তোঝুরি একটি একবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। এটি সপুষ্পক ছোট বীরুৎ। এই গাছ এক থেকে তিন ফুট পর্যন্ত উঁচু হয়। এই গাছে নাকছাবির মতো সবুজ রংয়ের ফুল হয়। এটি সাধারণত ছায়াময় ও স্যাঁতসেঁতে জায়গা বেশি জন্মায়। এটি সাধারণত রাস্তার ধারে, অব্যবহার্য জমিতে, দেওয়ালের ফাটলে ইত্যাদি জায়গায় জন্মায়। তাছাড়াও নদীর পাড়ে, জঙ্গলের ধারে পাথুরে পাহাড়ি এলাকায় ইত্যাদি জায়গাতেও জন্মায়। এই গাছ বাংলাদেশ সহ ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া, ইয়েমেন, ওসিয়ানিয়া, নাইজেরিয়া, নিরক্ষীয় আফ্রিকায় জন্মে। এই গাছের মূলসহ সমগ্র গাছটাই ঔষধিরূপে ব্যবহার করা হয়ে থাকে।

উপরে