গাছ চিনুন
গাছ চিনুনঃ বামনহাটি
বামনহাটি বৈজ্ঞানিক নাম Clerodendrum indicum
পরিবার Lamiaceae,
প্রজাতি Clerodendrum indicum (L.) kuntze
বামনহাটি একটি বহুবর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। বামনহাটি সাধারণত ৪-৮ ফুট পর্যন্ত লম্বা হয়। এই গাছের কান্ড শাখা প্রশাখাহীন,নরম এবং ভিতর খুব ভাঁপা, চার কোণাকার, বাকল ফিকে ধুসর,মসৃন ও চকচকে। পাতা সরল,বৃন্তহীন, বল্লামাকার,রোমহীন। এক আবর্তে ৩-৬ টি পাতা থাকে। পুষ্পবিন্যাস পএময়,শীর্ষক প্যানিকল। ফুল ক্রিম সদৃশ সাদা,মঞ্জুরীপএযুক্ত। বৃতি ঘন্টাকার। ভারতীয় উপমহাদেশসহ এশিয়ার প্রায় সব দেশেই বামনহাটি দেখা যায়। এই গাছ বাংলাদেশ ও ভারতে খুব বেশি ব্যবহার করা হয়। এই গাছের পাতা ও মূলের ছাল ঔষধ হিসেবে ব্যবহার করা হয়।