Logo
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
গাছ চিনুন

গাছ চিনুনঃ আমলকী

Desk | আপডেট : ৯ ডিসেম্বর, ২০১৮ ২৩:৪৮
গাছ চিনুনঃ আমলকী

আমলকী ইংরেজী নাম Aamla

আমলকী বৈজ্ঞানিক নাম Phyllanthus emblica

জগৎ Plantae,

বিভাগ Flowering plant,

শ্রেণী Magnoliopsida,

বর্গ Malpighiales,

পরিবার Phyllanthaceae,

গোত্র Phyllantheae,

উপগোত্র Flueggeinae,

গণ Phyllanthus,

প্রজাতি P. emblica,

দ্বিপদী নাম Phyllanthus emblica L.,

আমলকী এটি বৃক্ষ জাতীয় উদ্ভিদ। এটি ফাইলান্থাসি পরিবারের ফাইলান্থুস গণের একপ্রকার ভেষজ ফল। আমলকী গাছ ৮ থেকে ১৮ মিটার উচ্চতা বিশিষ্ট। এর পাতা তেঁতুল পাতার মত ছোট ছোট। ফুল হলদে রংয়ের। ফল গোলাকার ও রেখাবিশিষ্ট। কাঠ অণুজ্জল লাল বা বাদামি লাল হয়। আগষ্ট - নভেম্বর পর্যন্ত ফল পাওয়া যায়। বীজ দিয়ে আমলকির বংশবিস্তার হয়। বর্ষাকালে চারা লাগানোর উপযুক্ত সময়। বাংলাদেশ সহ, ভারত, শ্রীলংকা, চীন, কম্বোডিয়া, হংকং, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, ফিলিপাইন ও দক্ষিণ আমেরিকায় এই গাছ জন্মে।

উপরে